শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

লামায় পাহাড়ের চূড়ায় অনন্য রিসোর্ট

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

পাহাড়ি সৌন্দর্যে ঘেরা বান্দরবান জেলার লামা পৌরসভা সংলগ্ন নুনারঝিরি এলাকায় অবস্থিত অনন্য রিসোর্ট। সবুজে আচ্ছাদিত পাহাড়ে-পাহাড়ে ঘেরা এই এলাকায় শোভাপায় প্রাকৃতির অপরূপ সৌন্দর্য। এর সাথে আছে নীল আকাশ আর পাহাড়ের বুকে কালো মেঘের আনা ঘোনা। সব মিলিয়ে প্রকৃতির এক অনবদ্য কাজ তৈরী করেছে প্রকৃতির এই স্বর্গ রাজ্যে। এই নীল পাহাড়ের চূড়াটি সমতল ভূমি থেকে প্রায় ১২ শত ফুট সুউচ্চ নয়নাভিরাম অনন্য রিসোর্ট। লামা সরকারি মাতামুহুরী কলেজ গেইট হয়ে নুনারঝিরি এলাকায় আঁকাবাঁকা, উচু-নিচু পথ বেয়ে পাহাড়ের কোলঘেঁষে উপরে উঠলেই ঘন সবুজের সমাহার সারিসারি ফলজ,বনজ,ঔষুধী গাছ সহ ভিবিন্ন প্রজাতির গাছের সমন্বয়ে প্রকৃতির আরেক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সবুজ বনায়ন। যে কাউকে মুগ্ধ করবে অনন্য রিসোর্টে দৃষ্টিনন্দন সারি-সারি সবুজ পাহাড়,মনে হবে এখানে দাঁড়িয়ে রূপসী বাংলাকে দেখছেন। প্রাকৃতিক সৌন্দর্যের অনুপম নিদর্শন ঝর্ণা বা সবুজ পাহাড়। নাগরিক জীবনের ব্যস্ততা ফেলে ঝর্ণা জলে ভিজতে কার না ভালো লাগে। রূপ লাবণ্যের বান্দরবানের লামায় অনন্য রিসোর্ট সংলগ্ন মাতামুহুরী নদী, পাহাড় ও ঝর্ণা সবুজ শ্যামলের অপরূপ সৌন্দর্য, প্রকৃতি যেন সবসময়ই হাতছানি দিয়ে ডাকছে ভ্রমণ পিপাসুদের। আঁকাবাঁকা সর্পিল সরু পাহাড়ি পথে অনাবিল আনন্দে পুলকিত হয়ে স্বপ্নের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত অনন্য রিসোর্ট দেখার সুবিধার্থে রয়েছে, চাঁদের গাড়ি নামক একটি খোলা জিপ। অনন্য রিসোর্ট এ পাহাড়ের চূড়ায় রয়েছে অপূর্ব ও নয়নাভিরাম দৃশ্য ও সৌন্দর্য্য, এখান থেকে পাহাড়ের নৈসর্গিক রূপ দেখা যায়। শহরের কোলাহল থেকে অনেক দূরে নির্জন জায়গায় বেড়াতে আসা পর্যটকদের স্বল্প খরছে মনোরম পরিবেশে থাকার সুবিধার্থে রয়েছে,পাহাড়ের চূড়ায় আদিবাসীদের নিজস্ব সংস্কৃতির আদলে পাহাড়ি বাঁশ ও কাঠ দ্ধারা নির্মিত ৫/৬টি অত্যাধুনিক মানের কটেজ (বাংলো) স্থাপন করা হয়েছে, রয়েছে ডায়নিং রুম,সেখানে ভ্রমণকারীগণকে খাওয়া-দাওয়া পরিবেশন করা হয়। নির্জন জায়গা হিসেবে খুব ভালো এটি। অনন্য রিসোর্ট এর নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে মানুষকে। এখানে দর্শনার্থীরা বিনা টিকেটে আপন মনে ঘুরছেন মিতালীর সাথে। অনেকেই সবুজে ঘেরা পাহাড় সহ দর্শনীয় স্থানে গিয়ে তুলছেন সেলফি আর অনেকেই একান্তে বসে আছেন, অনেকেই বসিয়েছেন আড্ডা। প্রকৃতির এ অপার সৌন্দর্যই বদলে দিতে পারে অবহেলিত লামা উপজেলার আর্থ-সামাজিক অবস্থা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com