রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

নাটোর রাণী ভবানী সরকারি মহিলা কলেজে ওরিয়েন্টেশন ও অর্নাস ১ম বর্ষের নবীন বরণ

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

নাটোর রাণী ভবানী সরকারি মহিলা কলেজের অনার্স শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম ও অর্নাস ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ মঞ্জুরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার পরে নারীদের পরিচয় সংকটের প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের নাম ও ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনের ঠিকানার কথা বলেন। সেই থেকে এদেশে নারীর ক্ষমতায়ন শুরু হয়। এই ধারাকে বেগবান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাসহ দেশের উন্নয়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়নে আজ দেশ বিশ্বে রোল মডেল। ডিজিটাল বাংলাদেশের সফলতার পথ পরিক্রমায় উন্নয়নের কাংখিত ‘স্মার্ট বাংলাদেশ’ এর লক্ষ্যে দেশ এগিয়ে যাবে। এই লক্ষ্য পূরণে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে শাণিত হয়ে স্মার্ট অর্থাৎ মেধাবী প্রজন্ম হয়ে গড়ে উঠতে হবে। ওরিয়েন্টেশনে কলেজের অনার্স শিক্ষাক্রমের ছয়টি বিষয়ের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com