পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান গত পহেলা নভেম্বর পরোলোক গমন করার তিন মাস অতিবাহিত হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী উষ্ণ হাওয়া বইছে। তারই ধারবাহিকতায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লফিত ২৩ জানুয়ারি নাজিরপুরের আওয়ামীলীগের একাংশ নিয়ে ঘরোয়া বৈঠক করেন। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অব: মাষ্টার কৃষ্ণকান্ত মাতা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ নজরুল ইসলাম বাবুল, আওয়ামীলীগ নেতা নারায়ন মিস্ত্রী, কৃষকলীগ নেতা ছিদ্দিকুর রহমান ফকির, কৃষকলীগ নেতা ইকবাল হোসেন সহ আওয়ামীলীগের অংগসংগঠনের নেতা-কর্মীরা। সভায় নেতৃবৃন্দরা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে আগামি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ থেকে নৌকার কান্ডারী হিসেবে দেখতে চান। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবেগ আপ্লুত হয়ে বক্তব্যে বলেন, ১৯৭১ সালে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার কাজে নিজেকে উৎস্বর্গ করে দিয়েছিলাম, কিন্তু স্বাধীন সার্বভৌমত্ব দেশের আমার নিজ উপজেলার সাধারণ মানুষের জন্য আবারও নিজেকে উৎস্বর্গ করতে চাই, যদি নেত্রী আমাকে নৌকা প্রতীকের জন্য মনোনিত করেন।