পাঁচবিবি উপজেলার ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন অনুষ্ঠান সোমবার সকাল ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামসছুল আলম দুদু। বিশেষ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দীন প্রমূখ। সভায় বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নিজস্ব কর্মসুচীর আওতায় এই দারিদ্র বিমোচন এবং স্বণির্ভর বাংলাদেশ গঠনের পাশাপাশি মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে এ কর্মসুচী অগ্রণী ভুমিকা পালন করবে। তারা আরো বলেন,তৃণমূল পর্যায়ে সরকারের গৃহীত সকল কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে নিজের তদারকিতে এসব কাজ শতভাগ সঠিক পদ্ধতিতে উপকার ভোগীর কাছে দিতে আমরা বদ্ধপরিকর। সরকারের এই মহৎ উদ্যোগকে জনগণের দৌড়গোরায় পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত বলে বক্তারা জানান।