শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে,এম,জুলফিকার আলীর সভাপতিত্বে ও এলজিইডি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সিরাজগঞ্জ কার্যালয়ে স্থানীয় মাদরাসার ছাত্রসহ ১৫০ জন অসহায় নারীর মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় একই অনুষ্ঠানে আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের মাঝে ঔষধসহ মেডিকেল কিটস বক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে এলজিইডি সিরাজগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী সাবের আলী, হিসাব রক্ষক রেজাউল করিম, উচ্চমান সহকারী ফিরোজ আলী সহ অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীগন উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত আলোচনায় এলজিইডি রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে,এম,জুলফিকার আলী বলেন দেশের প্রতিটি জেলা উপজেলায় বাসস্ট্যান্ড, রেলওয়ে ষ্টেশনসহ বিভিন্ন স্থানে বাসস্থানহীন ভবঘুরে ছিন্নমূল গরীব দুঃখী অসহায় মানুষেরা সর্বশেষ আশ্রয় স্থল ও মাথাগোঁজা ঠাঁই হিসেবে বেছেনিয়ে থাকে। এসকল ভবঘুরে ছিন্নমূল গরীব দুঃখী অসহায় মানুষেরা শীতের তীব্রতায় শীতবস্ত্রের অভাবে নিদারুন কষ্ট ভোগ করে থাকে। ওই সকল শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোসহ গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাড়াতে ক্ষুদ্র প্রয়াস হিসেবেই আজকের এ আয়োজন বলে জানান ।এসময় তিনি দেশের সকল সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, জিও সহ বিভিন্ন পর্যায়ের দানশীল বিত্তশালী সকলকেই এসকল শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com