সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

আদমদীঘি অডিটোরিয়াম ভবনসহ খাদ্য ও যুব উন্নয়ন কার্যালয় ঝুঁকিতে

জিআরএম শাহজাহান (আদমদীঘি) বগুড়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বগুড়ার আদমদীঘিতে পরিত্যক্ত প্রায় অডিটোরিয়াম ভবনে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ্যদিন ধরে চলছে খাদ্য ও যুব উন্নয়ন দপ্তরের কার্যাক্রম। জানা গেছে, এরশাদ সরকারের সময় প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় আদমদীঘি উপজেলা প্রশাসন চালু হবার পর উপজেলা প্রশাসন চত্বরে দ্বিতল অডিটোরিয়াম নির্মাণ করা হয়। অডিটোরিয়াম ভবনটি নির্মাণের সময় নিম্মমানের কাজ হবার কারনে অল্প দিনেই ভবনটিতে ফাটল দেখা দেয়। এ অবস্থাতেই অডিটোরিয়ামটিতে সামাজিকসাংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি সরকারিবেসরকারি সভাসেমিনার ও রাজনৈতিক দলগুলোর সম্মেলন হয়ে আসছে। এছাড়া ভবনটির দোতালায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় এবং নীচ তলায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় স্থাপন করা হয়। প্রায় ১০ বছর পূর্বে অডিটোরিয়াম ভবনটির ফাটল বৃদ্ধি পায়। ঝুঁকিপূর্ণ হবার ফলে সেখানে আর কোন অনুষ্ঠানাদি করা হয় না। তবে স্থানাভাবে জীবনের ঝুঁকি সরকারি ওই দুই দপ্তরের কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়াও অডিটোরিয়াটিতে শিক্ষা, দুর্যোগ ও ত্রাণ বিভাগের গুদাম হিসাবেও ব্যবহার হয়ে আসছে। যে কোন মূহুর্তে ভবনটি ধ্বসে পড়ে সরকারি কর্মকর্তাকর্মচারি ও সেখানে আগত সাধারণ মানুষের প্রাণহানিসহ সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার আশংকা রয়েছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখানে নতুন এবং বর্তমানে ঢাকায় ট্রেনিংয়ে আছি। ফাইল না দেখে সঠিক তথ্য দেওয়া যাচ্ছে না। বিষয়টি সাবেক উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অডিটোরিয়াম ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবার বিষয়টি নিশ্চিত করেন তবে পরিত্যক্ত ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন। তিনি বলেন, উপজেলা টেন্ডার কমিটির সভা এবং সভার সিদ্ধান্ত ছাড়া পরিত্যক্ত ঘোষণা করার বিধান নেই। কারণ পরিত্যক্ত ঘোষণা করার সাথে সাথে নতুন ভাবে নির্মাণ করার প্রস্তাবনা দিতে হয়। কিন্তু বাজেট বরাদ্ধ না থাকার জন্য কোনটায় করা যাচ্ছে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com