শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

প্রতিবেশীদের মাঝে বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে প্রতিবেশী পিঠা উৎসব আয়োজন

এম এ রাজ্জাক (সাটুরিয়া) মানিকগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় আইএফআইসি ব্যাংকের সাটুরিয়া উপশাখার উদ্যোগে সাটুরিয়া স্কুল মার্কেটের দোতলায় গ্রামীণ হারিয়ে যাওয়া সামগ্রী দিয়ে সাজানো পরিবেশে নানা রকম পিঠার পশরা সাজিয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসব সকালে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল মজিদ ফটো উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা,সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, ব্রাঞ্চ ম্যানেজার এ বি এম মাসুম সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। ব্রাঞ্চ ম্যানেজার মাসুম বলেন গ্রাহক ও শুভানুধায়ীদের মাঝে ব্যাংকের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে এই প্রতিবেশী উৎসব (পিঠা উৎসব) আয়োজন করা হয়েছে দেশব্যাপী। মানিকগঞ্জের পাঁচ ছয়টি শাখা ও উপশাখা রয়েছে এ ব্যাংকের। ছাব্বিশ ডিসেম্বর সাটুরিয়া উপশাখায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি দৈনিক খবরপত্র কে জানান হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে তার প্রতিষ্ঠান। ভবিষ্যতে উপজেলার কেউ বা কোন প্রতিষ্ঠান গ্রামীণ ঐতিহ্য কিংবা হারিয়ে যাওয়া কোন উৎসবের আয়োজন করলে আই এফ আই সি ব্যাংক সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাবে। অনুষ্ঠানে সকাল থেকে বিকাল পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের পিঠা খেয়ে এবং গ্রামীণ ঐতিহ্য দিয়ে সাজানো পরিবেশ উপভোগ করেন। ব্যতিক্রম এই উদ্যোগের প্রশংসা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com