শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

সলঙ্গা ফাজিল মাদ্রাসায় অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোটার সিরাজগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অবিভাবক সমাবেশে ২০২২সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। শতভাগ পাসসহ সর্বাধিক ১৩ জন জিপিএ-৫ পেয়েছে দাখিল পরীক্ষার্থীরা। ২৮ জানুয়ারী ২০২৩ইং মাদ্রাসার পক্ষ হতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া ও অবসরপ্রাপ্ত শিক্ষক -কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আনন্দে ভরে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। অভিভাবকসহ উত্তীর্ণরা ছাত্র-ছাত্রীরা ধন্যবাদ জানায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সকল শিক্ষকদের। উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা জানায়,আমাদের এই সফলতার জন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকমন্ডলীদের ভুমিকাই মুখ্য। সফলতার ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানিজিং কমিটিসহ সবার সহযোগীতা কামনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও: আ: মজিদ। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদুল ইসলাম ফরিদ এবারের দাখিল পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান,নিবেদিত প্রাণ,একনিষ্ঠ অধ্যক্ষ মাও: আ: মজিদসহ সকল শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার কারনেই এমন ফলাফল সম্ভব হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এম পি, মাননীয় জাতীয় সংসদ সদস্য (সিরাজগঞ্জ -৩) রায়গঞ্জ-তারাশ -সলঙ্গা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভনিংবডির সভাপতি জনাব মোঃ রিয়াদুল ইসলাম ফরিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তৃপ্তিকনা মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, জনাব আলহাজ্ব রায়হান গফুর সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, সলঙ্গা থানা শাখা, জনাব মোঃ আতাউর রহমান লাভু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সলঙ্গা থানা শাখা,আমন্ত্রণে কে,এম, আব্দুল মজিদ অধ্যক্ষ সলঙ্গা ফাজিল মাদ্রাসা সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com