আর একদিন পরেই শুরু হবে অমর একুশে বইমেলা-২০২৩। ভাষার মাসের প্রথম দিন থেকেই শুরু হতে যাচ্ছে এবারের বইমেলা। ফেব্রুয়ারির প্রথম দিন বাংলা একাডেমির চত্বরে প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন ঘোষণা করবেন। প্রতিবছর মেলার শুরুটা হয় কিছুটা অগোছালো। কিন্তু এবার শুরু থেকেই পূর্ণ প্রস্তুতিতে মেলা শুরু করতে চায় আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমি।
সেই লক্ষ্যে গত ২২জানুয়ারি বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে স্টল বরাদ্দ দেওয়ার সময় ২৯ জানুয়ারি রাত ১২টার মধ্যে স্টল-প্যাভিলিয়নের কাজ শেষ করার নির্দেশ দেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম। তবে কিছু কাজ বাকী থাকলে ৩০ তারিখ কিছুটা সময় দেওয়া যেতে পারে বলেও তিনি জানান। তবে কোনওভাবেই ৩১ তারিখ বিবেচনা করা হবে না।
রবিবার (২৯জানুয়ারি) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে দেয়া যায়, জোর হাতে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা, দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন আর্কিটেক্টরা। দ্রুত কাজ শেষ করার তাগিদ দিচ্ছে প্রকাশকরা। কেননা হাতে সময় আর কয়েক ঘণ্টা। এরই মধ্যে শেষ করতে স্টল-প্যাভিলিয়ন নির্মাণের কাজ।
হাতে গোনা কয়েকটা প্যাভিলিয়ন ও স্টলের নির্মাণ কাজ শেষ হলেও অধিকাংশ প্রতিষ্ঠানের কাজ বাকি। নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ কেউ আজই কাজ শুরু করেছে। মেলা প্রাঙ্গণে নির্মাণ শ্রমিক, স্টল আর্কিটেক্ট ও প্রকাশকের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তারা জানান, বাংলা একাডেমির বেঁধে সময়ে কাজ শেষ করতে পারবে না অধিকাংশ প্রতিষ্ঠান।
নির্ধারিত সময়ে শেষ হবে না স্টল-প্যাভিলিয়ন নির্মাণকাজ: তাদের মতে, প্রতিবারের মতো এবারও মেলার প্রথম সপ্তাহটা কিছুটা এলোমেলো যাবে। মেলা পুরোপুরি গুছিয়ে উঠতে প্রথম সপ্তাহ কেটে যাবে। মেলার স্টল ও প্যাভিলিয়ন বিন্যাস নিয়ে অভিযোগও রয়েছে তাদের।
চার বছর ধরে মেলার স্টল ডিজাইনের কাজ করা আর্কিটেক্ট মাসুদ বলেন, প্রতিবছর প্যাভিলিয়নগুলো যেমন একপাশে থাকে আর স্টলগুলো আরেক পাশে। দেখতে ভালো লাগে। এবার সেভাবে হয়নি, প্যাভিলিয়নগুলো স্টলের একপাশে পড়ে গেছে। যে কারণে প্যাভিলিয়নের সৌন্দর্য প্রকাশ পাবে না।
নির্ধারিত সময়ে শেষ হবে না স্টল-প্যাভিলিয়ন নির্মাণকাজ: কুষ্টিয়া প্রকাশের প্রকাশক রাব্বুল ইসলাম খান বলেন, প্রতিবছর মেলা প্রথম দিকে এলোমেলোভাবে শুরু হয়। মনে হয় না এবারও তার ব্যতিক্রম হবে। আসলে এক সপ্তাহ না গেলে মেলা ঠিকভাবে শুরু হয় না। তারপর মেলার প্রথম ছুটির দিন থেকেই মূলত মেলাটা পুরোপুরি শুরু হয়।
মুজিব পিডিয়ার প্যাভিলিয়নের দায়িত্বে থাকা আশফাক বলেন, আমাদের কাজ চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো৷ তবে বাংলা একাডেমির বেঁধে দেওয়া সময়ে শেষ হবে না। আমাদের মুজিব পিডিয়ার জন্য সময় কনসিডার করা হবে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানই বেঁধে দেওয়া সময়ে কাজ শেষ করতে পারবে না।
নির্ধারিত সময়ে শেষ হবে না স্টল-প্যাভিলিয়ন নির্মাণকাজ: নির্মাণ শ্রমিক আসাদ মিয়া বলেন,আমি গত সাত দিন ধরে বিভিন্ন স্টলে কাজ করছি। এর আগে দুটোর কাজ শেষ করেছি। ৩০ তারিখের সব কাজ শেষ হবে না। অধিকাংশ প্রতিষ্ঠানের ১০-২০ ভাগ কাজ রয়ে যাবে। আজকেও কয়েকটি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।