ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকাধীন ১১.৯৬ একর ভূমি নিলামের মাধ্যমে লাইসেন্স প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বাংলাদেশ রেলওয়ে ভূ-সস্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা ২০২০ এর আলোকে মঙ্গলবার সকালে ঈশ্বেরবা ও শিবনগর মৌজায় বাংলাদেশ রেলওয়ের মালিকাধীন ১১.৯৬ একর ভূমি নিলামের মাধ্যমে প্রাপ্ত লাইসেন্সীদের সরজমিনে বুঝিয়ে দেওয়া হয় মঙ্গলবার সকালে। উক্ত সস্পত্তি এখন থেকে প্রাপ্ত লাইসেন্সীগণ (প্রথম ২ বছর ও পরবর্তীতে বার্ষিক নবায়নের ভিত্তিতে) কৃষি আবাদ ও ভোগ দখল করতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে পুড়াদাহ ফিল্ড কানুনগো মো : সহিদ্জ্জুামান, সিআইআরএনবি দর্শনা প্রতিনিধি এএসআই মো: মতিউর রহমান, সিআইআরএনবি খুলনা প্রতিনিধি এসআই সাইদুর রহমান, খুলনা রেলওয়ে থানার প্রতিনিধি এসআই মিজানুর রহমান, কালীগঞ্জ থানার এসআই শামিম হোসেনসহ পুলিশ সদেস্যরা।