কুড়িগ্রাম জেলায় ৭৩ টি ইউনিয়নের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৪ টি ইউনিয়নে রেডক্রিসেন্ট এর বরাদ্বকৃত ৮ হাজার ফুট প্যাকেজ বিতরন করা শেষ হয়েছে। গতকাল রৌমারী সি জি জামান উচ্চ বিদ্যালয় মাঠে জেলার রৌমারী উপজেলার ৬ টি ইউনিয়নে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৮৪০ টি পরিবারের মাঝে ফুটপ্যাকেজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্তী মোঃ জাকির হোসেন এম পি। এ সময় মন্ত্রী রৌমারী বাসিদের উদ্যেশে বলেন দদআর হামার অভাব নাই বাহে দদঘরে ঘরে সবার চাউল আছে, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কষ্টের কথা ভেবে ১০ টাকায় চাউল দিয়েছে, ২৫০০ টাকা করে পঞ্চাশ লাখ মানুষকে সহায়তা করেছে, এখন রেডক্রিসেন্টর মাধ্যেমে ফুট প্যাকেজ পাঠিয়েছেন। আপনারা প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি রৌমারীতে ফুটপ্যাকেজ বিতরনের জন্য রেডক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী (সাবেক এম পি)। এছারাও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, জেলা শিক্ষা অফিসার শামছুল আলম, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, রেডক্রিসেন্ট এর কর্মকর্তা এবিএম বায়োজিদ, কার্জ নির্বাহী সদস্য মোঃ কাজিউল ইসলাম, আবু সাঈদ হাসান লোবান প্রমুখ। বিতরন কৃত ফুট প্যাকেজে ছিল সারে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিঃ তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও হাফ কেজি সুজি। উল্লেখ্য গত ২০ আগষ্ট রাজার হাট উপজেলার নাজিমখান ইউনিয়নে ৮ হাজার ফুট প্যাকেজ বিতরন কার্যক্রম শুরু হয়। এবং ১২ সেপ্টেম্বর রৌমারী উপজেলায় ফুট প্যাকেজ বিতরনের মাধ্যমে সমাপ্তি হলো।