শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমছে বিদ্যুৎ উৎপাাদন গাজীপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফটিকছড়িতে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের ইফতার মাহফিল আলোচনা সভা টুঙ্গিপাড়া প্রেসক্লাব এর সভাপতি সওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন নির্বাচিত জামালপুরে ৩৫ বিজিবির পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন ঈদের পোশাকের দাম গরিবের হাতের নাগালের বাইরে তাড়াশে প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ছাগল প্রদান বরিশালে সাশ্রয়ী মূল্যে ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন বাগেরহাটে গাঙচিলের উদ্যোগে ইফতার মাহফিল

‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনা জলের কাব্য’ কেন সেরা?

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

দেরি করেই ঘোষিত হয়েছে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার পুরস্কারের বেশির ভাগ বিভাগেই যুগ্মভাবে এসেছে। সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’। নোনা জলের কাব্যের নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত সেরা নির্মাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দুজন। যুগ্মভাবে সেরা হয়েছেন মীর সাব্বির ও সিয়াম আহমেদ। মীর সাব্বির ‘রাত জাগা ফুল’ ও সিয়াম আহমেদ ‘মৃধা বনাম মৃধা’র জন্য এ পুরস্কার পাচ্ছেন। সেরা অভিনেত্রীও দুজন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য আজমেরী হক বাঁধন ও ‘?নোনা জলের কাব্য’-তে অভিনয়ের জন্য তাসনোভা তামান্না যুগ্মভাবে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি আজীবন সম্মাননা পাচ্ছেন ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত রোববার তাদের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিজয়ীদের নাম প্রকাশ করে। ২৭টি শাখায় এ পুরস্কার দেয়া হচ্ছে। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু ও সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন শম্পা রেজা। ‘নোনা জলের কাব্য’-এর জন্য ফজলুর রহমান ও শম্পা রেজা পুরস্কৃত হয়েছেন ‘পদ্মাপুরাণ’ সিনেমার জন্য। এবার সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেল আকা রেজা গালিব পরিচালিত ‘ধর’। সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে কাওসার চৌধুরীর ‘বধ্যভূমিতে একদিন’। ‘লাল মোরগের ঝুঁটি’-তে খল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন মো. আবদুল মান্নান জয়রাজ। ঘোষিত এ তালিকায় বেশকিছু চমক দেখা যাচ্ছে। সাধারণত সেরা চলচ্চিত্র, নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীর পুরস্কারই প্রধান হিসেবে ধরা হয়। বিশ্বজুড়ে এটাই রীতি। চার বিভাগের তিনটিতেই দুজন করে সেরা হয়েছেন। অন্যদিকে রেজওয়ান শাহরিয়ার সুমিত একটি মাইলফলক স্পর্শ করেছেন। প্রথমত ‘নোনা জলের কাব্য’ তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। এ সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলছেন তিনি। পেয়েছেন সেরা কাহিনীকারের পুরস্কারটিও। সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ সাতটি বিভাগে পুরস্কৃত হয়েছে সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (২০২১) এটিই সর্বোচ্চ সংখ্যক বিভাগে পুরস্কৃত হয়েছে। পিছিয়ে নেই ‘লাল মোরগের ঝুঁটি’। যুগ্মভাবে সেরা হওয়ার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যের জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন নুরুল আলম আতিক। এ সিনেমা মোট ছয়টি বিভাগে পুরস্কৃত হয়েছে। সেরা সিনেমা, সেরা চিত্রনাট্য, সেরা খল অভিনেতা, সামির আহমেদের সম্পাদনার জন্য সেরা সম্পাদনা, দলগত চিত্রগ্রহণ এবং পোশাক ও সাজসজ্জায় পুরস্কার পেয়েছে সিনেমাটি। এদিক থেকে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটি বিশেষত্ব দেখা যাচ্ছে। প্রধান ও বেশির ভাগ পুরস্কার পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাগুলো। ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনা জলের কাব্য’ সরকারি অনুদানের সিনেমা। এবার সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সেরা সুরকারের পুরস্কার পাচ্ছেন সুজেয় শ্যাম। ‘যৈবতী কন্যার মন’ সিনেমার গানের জন্য পুরস্কৃত হয়েছেন তারা। এ সিনেমাও সরকারি অনুদানপ্রাপ্ত। এবার মোট ১৮টি শাখায় পুরস্কৃত হয়েছে সরকারি অনুদানের সিনেমা। এর বাইরেও নানা বিভাগ রয়েছে। ‘পদ্মাপুরাণ’ সিনেমার ‘দেখলে ছবি পাগল হবি’-এর জন্য সেরা গায়িকা চন্দনা মজুমদার এবং একই সিনেমার ‘শোনাতে এসেছি আজ’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন। সেরা সংলাপের জন্য পুরস্কৃত হয়েছেন তৌকীর আহমেদ। স্ফুলিঙ্গ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। সিনেমাটির পরিচালকও তিনি। টেকনিক্যাল ও অন্যান্য বিভাগের পুরস্কার নিয়ে সাধারণত আলোচনা কম হয়। রেহানা মরিয়ম নূরের জন্য সেরা শব্দগ্রাহকের পুরস্কার পাচ্ছেন শৈব তালুকদার। লাল মোরগের ঝুঁটির জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পাচ্ছেন সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার ও মাজহারুল ইসলাম। চলচ্চিত্রে অবদান রাখার জন্য আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীন অভিনেত্রী ডলি জহুর ও ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। বহুদিন ধরে সিনেমা ও নাটকে অভিনয় করছেন ডলি জহুর। অন্যদিকে নানাভাবেই চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকা রেখেছেন ইলিয়াস কাঞ্চন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com