ফরিদপুরের নগরকান্দায় প্রধান মন্ত্রীর দেওয়া উপহার আশ্রায়ণ প্রকল্পবাসীদের সমন্বিত সেবা প্রদান কর্যক্রমের অংশ হিসেবে উপজেলার তালমা ইউনিয়নের আশ্রায়ণবাসীদের সেবাদানকারী সকল দপ্তরের সেবা প্রদান করা হচ্ছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তালমা ইউনিয়নের ধুতরাহাটি আশ্রায়ণে বসবাসকারীদের সকল দপ্তরের সুবিধা প্রদানের লক্ষে উদ্যোগ নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। তালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবিরের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার খালিদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ কর্মকর্তা মোঃ আবুল হোসেন, পল্লীবিদ্যুতের এজিএম শাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুল আলম, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারীরা। ৩১টি পরিবারের লোকজনের সুযোগসুবিধার জন্যই এই কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন এ কার্যক্রম আমাদের নিয়মিত ভাবে চলবে। আশ্রায়ণে বসবাসকারীদের জন্য আরো সুযোগসুবিধা প্রদানে সরকার সচেষ্ট রয়েছে। তারই অংশ হিসেবে এই কার্যক্রম।