ফরিদপুরের নগরকান্দায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লস্করদিয়া ইউনিয়নের শামা ডেইরীফার্ম মাঠে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল। লস্করদিয়া ইউনিয়নের বিট কর্মকর্তা এস আই আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এসকেন্দার মাতুব্বর, ইউপি সদস্য আমেনা আক্তার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পলাশ খান, এস আই (ডিএসবি) তোফাজ্জেল হোসেন, এস আই আকবর আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা আঃ ওয়াহাব তালুকদার, যুবলীগ নেতা মিলন মোল্যা, উপজেলা কনজুমারর্সের সভাপতি লিয়াকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং,সাইবার অপরাধ রোধকল্পের উপর সকল ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে বুধবার লস্করদিয়া ইউনিয়নের শামা ডেইরীফার্ম মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। উপরোক্ত বিষয়গুলোর উপর জনগণদেরকে সচেতন করার লক্ষেই এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।