মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

বিএম মোজাম্মেল হকের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর :
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ বারের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের মা মরহুম নূরজাহান বেগমের ২৩তম মৃত্যু বার্ষকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে জাজিরার বিলাসপুর মাস্টার হাসানউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে কোরান খতম ও বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরান শরীর বিতরণ করেন আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক। মিলাদ ও দোয়া মাহফিল উপলক্ষে মেহমানদের জন্য তবারক হিসেবে বিরিয়ানির আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাওয়া দাওয়া চলতে থাকে। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী জামিল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হালিম বেপারী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জেলা পরিষদ সদস্য নেছার উদ্দিন মাদবর, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ শিকদার, যুবলীগ নেতা লিটন সরদার, সাখয়াত হাওলাদার সহ হাজার হাজার নেতাকর্মী, অনুসারী ও এলাকার সর্বসাধারণ অংশগ্রহণ করেন। মা-বাবা, বঙ্গবন্ধুর পরিবার, শেখ হাসিনা জন্য দোয়া চেয়ে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজকে পদ্মা সেতু হয়েছে, টানেল হয়েছে, মেট্রোরেল হয়েছে। তাই জননেত্রী শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, আমি দশ বছর এমপি থাকা অবস্থায় পালং জাজিরার অনেক উন্নয়ন করেছি। আগামীতে দল যদি আমাকে মনোনয়ন দিয়ে এমপি নির্বাচিত করেন তাহলে আমি আমার এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com