বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

শাহীন স্কুল ধনবাড়ী শাখার ক্রীড়া ওসাংস্কৃতিক অনুষ্ঠান

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে জমজমাট আয়োজনে শেষ হয়েছে শীর্ষ শাহীন স্কুল ধনবাড়ী শাখার বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৩ গতকাল ধনবাড়ী সদর ঈদগা মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উচ্ছল কনস্ট্রাকশন এর কর্ণধার, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি, মাসউদুল আলম উচ্ছল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ধনবাড়ী পৌরসভার প্যানেল মেয়র, মোঃ আব্দুর রাজ্জাক মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন স্কুল ধনবাড়ী শাখার প্রধান পরিচালক উমর ফারুক প্রধান অতিথি মাসউদুল আলম উচ্ছল বলেন, স্মার্ট ফোনের যাদুর ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধুলা। সাথে হারিয়ে যাচ্ছে গ্রাম–বাংলার শতবছরের বহু সংস্কৃতি ও ঐতিহ্য। গ্রামীণ এসব খেলাধুলা বিনোদন ছাড়াও শিক্ষামূলক ছিল। খেলা থেকে শিক্ষার্থীরা বড়দের সঙ্গে কেমন আচরণ করতে হয় তা যেমন শিক্ষা নিতো ঠিক তেমনি ভাবে ছোটদের প্রতিও থাকতো স্নেহ ভালোবাসা শিক্ষা। এসব খেলায় শিক্ষার্থীরা বন্ধুত্ব, ধৈর্য, শৃঙ্খলা, একতা, নেতৃত্ব ও নৈতিকতার প্রশিক্ষণ নিতো দারুণভাবে। গ্রামীণ এসব খেলা ও সংস্কৃতি আর আগের মতো চোখে পড়ে না। শিক্ষার্থীরা এসব খেলার সাথে আজ অপরিচিত। স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাধ্যমে স্বল্পপরিসরে হলেও গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে উঠেছে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, মার্বেল সংগ্রহ দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য অন্ধের হাড়িভাঙ্গা প্রভৃতি। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com