সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়া ভালোবাসা দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

গাজী মো. মাসুদ রানা (মঠবাড়িয়া) পিরোজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

বিশ্ব ভালোবাসা দিবসে মঠবাড়িয়ায় সহস্্রাধিক মায়ের পা ধূয়ে সম্মান জানিয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার উপজেলার মিরুখালী স্কুল এ- কলেজ এ আয়োজনে ব্যাতিক্রমী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মোট তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে এ আবেগঘন পরিবেশের অবতরানা ঘটে। মিরুখালী স্কুল এ- কলেজ, মিরুখালী নূরানী মাদ্রাসা ও মিরুখালী কি-ারগার্টেনের সহস্্রাধিক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে অনুষ্ঠান স্থলে তাদের মায়েদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধূয়ে ভালোবাসা ও সম্মাননা জানায়। মায়েরা তাদের শিক্ষার্থী সন্তানের মাথায় হাত রেখে আশির্বাদ করে। এসময় অনুষ্ঠানস্থলে এক অন্যরকম এক ভালোবাসা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষে মিরুখালী স্কুল এ- কলেজ অধ্যক্ষ আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার, মিরুখালী ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান, নারীনেত্রী এডভোকেট নাসরিন জাহান, নারী ইউপি সদস্য মারুফা আক্তার, শিক্ষকা নাসরিন আক্তার, শিক্ষক এটিএম কাওসার, শিক্ষক পারভেজ তালুকদার ও শিক্ষার্থী সৌভিক প্রমূখ। শেষে মায়েদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত মিরুখালী স্কুল এ- কলেজ এর ব্যবস্থাপনায় আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠান মিরুখালী নূরানী মাদ্রাসা ও মিরুখালী কি-ার গার্টেনে সহ¯্রাধিক শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করে আসছে। ২০১৮ সাল থেকে এ তিনটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে মা দিবস ও বিশ্ব ভালোবাসা দিবসে মায়েদের সম্মান জানাতে নানা কর্মসূচির আয়োজন করে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com