গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পাঠচক্র আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। সরকারী এম এ খালেক বালিকা উচ্চ বিদ্যালয় ও কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ে বুধবার (১৫ ফ্রেরুয়ারী) এ পাঠচক্রের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিলন সাহা, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, সরকারি এমএ খালেক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আলেয়া বেগম, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম তালুকদার, বাতিঘরের সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী। কাশিয়ানী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে বের করে আনতে এবং তাদের বই মূখী করে তুলতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান এ ব্যতিক্রমী উদ্যেগ গ্রহণ করেছেন। তিনি উপজেলা “বাতিঘর”এর (উপজেলা লাইব্রেরী) পক্ষ থেকে বই নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন। এ সময়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন তিনি। পাঠ্যবইয়ের পাশাপশি বঙ্গবন্ধু ও স্বাধীনতা, ইতিহাস, গল্প, সাহিত্যের সাথে শিক্ষার্থীদের পরিচয় করোনোই এই পাঠ চক্রের মুল উদ্দেশ্য। প্রতি সাতদিনে উপজেলা বাতিঘরের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের চক্রাকারে বই সরবারহ করা হবে। উপজেলা নিবার্হী অফিসার ও সহকারি কমিশনার ভূমি শিক্ষার্থীদের সাথে প্রতি সাতদিন একবার এই বই নিয়ে অভিজ্ঞতা বিনময় করবেন।