শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
মাধবদীতে লোডশেডিং ও গরমে ব্যাপক চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নওগাঁয় বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর চকরিয়ায় একাধিক অভিযানেও অপ্রতিরোধ্য বালুখেকো সিন্ডিকেট রবি মওসুমে নওগাঁ জেলায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদনের প্রত্যাশা কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহ, বৃষ্টির জন্য সালাতুল ইসস্তিকা বরিশালে দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিম হাসপাতালে জনসচেতনতামূলক প্রচারণা শুরু কালীগঞ্জে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি লুট

ময়মনসিংহে নতুন করে আরও ৪৪ জন করোনায় আক্রান্ত

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০

ময়মনসিংহ বিভাগের চার জেলায় এক সেনা সদস্যসহ নতুন করে ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই সেনা সদস্য মোমেনশাহী ক্যান্টনমেন্টে মেজর পদবীতে কর্মরত আছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, তিন জেলার দুই ধাপে ৪৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ১৭, নেত্রকোনায় ৪ ও শেরপুরে ১২ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অপরদিকে, জামালপুরের পিসিআর ল্যাবে ৭৯ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১১ জন আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ বিভাগের (স্বাস্থ্য) পরিচালক ডা. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৫৯৪ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২৯৫ জন, জামালপুর জেলায় ১২৬ জন, নেত্রকোনা জেলায় ১১৮ এবং শেরপুর জেলায় ৫৪ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ২২ জন। এ নিয়ে বিভাগে সুস্থ্য হলেন ২১১জন।

জানা যায়, রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও জামালপুরের পিনসআর ল্যাবের পরীক্ষায় ময়মনসিংহ জেলার সদরে-৩, মচিমহা-৫ জন, ভালুকা-৪, ঈশ্বরগঞ্জ-২, মুক্তাগাচা-১, তারাকান্দা-১, ফুলবাড়িয়া-১ জন, নেত্রকোনা জেলা সদরে-১, পূর্বধলা-১, বারহাট্টা-১, মদন-১ জনসহ জেলায় ৪ জন শেরপুর জেলা সদর-৭, নালিতাবাড়ি-৪, নকলা-১ জনসহ জেলায় ১২ জন এবং জামালপুর জেলা সদর-৩, মেলান্দহ-৫, সরিষাবাড়িতে-২, বকশিগঞ্জে একজনসহ জেলায় ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com