১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পা রাখলো শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ। সাংবাদিক মো. খলিলুর রহমান সম্পাদিত দেশের শিক্ষা বিষয়ক একমাত্র মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ’র পথ চলা শুরু হয়েছিলো ২০০৮ সালের ১ মার্চ। শুধু শিক্ষা বিষয়ক বলা হলেও মাসিক পত্রিকাটি দিনে দিনে নিজেকে সম্পৃক্ত করতে পেরছে শিক্ষা, সংস্কার এবং সচেতনতা তৈরির মতো নানা কর্মকাণ্ডে। এ ক্ষেত্রে সাংবাদিক খলিলুর রহমানের সম্পাদনায় বিশেষ প্রশংসা করতেই হয়। প্রত্যেকটি প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যতিক্রম অথচ অনাড়ম্বর আয়োজন করে থাকে মাসিক এডুকেশন ওয়াচ পরিবার। এবারও সেই আয়োজনে রয়েছে ভিন্নতা। মহান স্বাধীনতার মাস ও ১৬ বছর পদার্পণ উপলক্ষে মাসিক এডুকেশন ওয়াচ আয়োজন করছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতা কুইজ উৎসব। শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ, বৃহস্পতিবার। এছাড়াও নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হবে গুণীজন সম্মাননা ও প্রীতি সম্মিলনী। সোবহানবাগের ড্যাফোডিল টাওয়ারে অবস্থিত ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত এডুকেশন ওয়াচের আয়োজনমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রথম বাঙালি খ্রীস্টান নারী সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। আয়োজনে সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ ও কবি ড. অগাস্টিন ক্রুজ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইতিহাসবিদ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ। এডুকেশন ওয়াচের ১৬ বছর পদার্পণ অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খানকে এবং ইভেন্স গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শবনম শেহনাজ চৌধুরী দীপাকে প্রদান করা হবে আজীবন সম্মাননা। এ ব্যাপারে এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান জানান, এডুকেশন ওয়াচ বাংলাদেশ থেকে এডুকেশন ওয়াচ। একটা স্বপ্ন ও ভালোবাসার বাস্তবায়ন। এর সাথে জড়িয়ে আছে আমার অনেক স্বপ্ন যা আমি বছরের পর বছর বাস্তবায়নের চেষ্টা করেছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভালো লাগার বিষয় হলো এডুকেশন ওয়াচ ছাপা সংস্করণ ছাড়াও এটিএন বাংলা ও আরটিভিতে প্রচার করছে শিক্ষা বিষয়ক বিশেষ অনুষ্ঠান। সম্পাদক খলিলুর রহমান বলেন, সবার ভালোবাসায় অবশ্যই এগিয়ে যাবে এডুকেশন ওয়াচ।