রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
বরিশালে এক মঞ্চে তিন চেয়ারম্যান প্রার্থী জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ মার্কায় ভোট চেয়ে দলিল লেখকদের প্রচারণা নাজিরপুরে ৩দিন ব্যাপী কন্দাল ফসল কৃষি মেলা ধনবাড়ীতে তাপদাহে ‘কপাল পোড়ার’ শঙ্কায় কৃষক শুকিয়ে যাচ্ছে ধান ক্ষেত, মরছে সবজির বাগান নেত্রকোনায় বোরো ফসলের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাঁসি উন্নয়ন করাই আমার একমাত্র মিশন ও ভিশন-মহিউদ্দিন মহারাজ, এমপি ফটিকছড়িতে এক বৈদ্যকে দা, দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বোয়ালমারীতে ফসলের ক্ষতি করে চলছে ব্যাটারি প্রসেসিং ইন্ডাস্টি বরিশালে আল্লাহর রহমত কামনায় ইসতেসকার নামাজ আদায়

মেসির জোড়া গোলে বার্সার সহজ জয়

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সার পক্ষে অন্য গোলটি করেছেন ফিলিপে কৌতিনহো।

ম্যাচের ২১ মিনিটের সময় মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণ নিয়ে বুদ্ধিদীপ্ত পাসে ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের উদ্দেশ্যে পাস বাড়িয়ে দেন মেসি। সেই বল ধরে নিজে গোলের চেষ্টা না করে ডি-বক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে থাকা কৌতিনহোকে দেন এবারই বার্সায় যোগ দেয়া ত্রিনকাও। আলতো করে পা ছুঁইয়ে বল জালে প্রবেশ করান কৌতিনহো। দ্বিতীয় গোলের দেখা মেলে প্রথমার্ধের একদম শেষদিকে। এবার কৌতিনহো বল বাড়িয়ে দেন মেসিকে। কিন্তু ডি-বক্সের বাম পাশে হওয়ায় বাম পায়ের মেসির জন্য খানিক উল্টোই ছিল সেটি। তবে তাতে কোনো সমস্যাই হয়নি তার। বল ধরে ঘুরে গিয়ে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
মেসি ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ৫১ মিনিটের সময়। এবার ডান পাশ থেকে তাকে বল বাড়িয়ে দেন ক্লেমেন্ত লংলে। ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ে দূরের পোস্টে শট নিয়েছিলেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে বল জালে জড়ায় কাছের পোস্ট দিয়ে। বার্সেলোনা অধিনায়কের জোড়া গোলের ফাঁকে ম্যাচের ৪৬ মিনিটের সময় জিরোনার পক্ষে একটি গোল শোধ করেছেন স্যামুয়েল সেইজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com