বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

পদত্যাগ করেছেন বিবিসির চেয়ারম্যান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প শুক্রবার পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ঋণের ব্যবস্থা করার ক্ষেত্রে তার সম্পৃক্ততার বিষয় একটি তদন্তে উঠে আসার পর তিনি এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
অ্যাডাম হেপিনস্টলের প্রতিবেদনে দেখা গেছে, শার্প এমপিদের ক্রস-পার্টি প্যানেলের কাছে ‘স্বার্থের সম্ভাব্য দ্বন্দ্ব প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিয়োগপ্রাপ্ত হলে শার্প সাবেক প্রধানমন্ত্রী থেকে স্বাধীন হবেন না এমন ধারণার ঝুঁকি থাকতে পারে।…এই উভয় তথ্য গোপনের ফলে সরকারি বিধির লঙ্ঘন ঘটায় প্যানেল সেই সময়ে মন্ত্রীদের এই বিষয়ে পরামর্শ দিতে অক্ষম ছিল।’ সাবেক ব্যাংকার শার্প ২০২১ সালে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর কয়েক সপ্তাহ আগে জনসন তার নিজের জন্য ১০ লাখ ডলার ঋণ নিশ্চিত করতে চেয়েছিলেন। ওই সময় এই ঋণের বিষয়ে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন শাপ। বিষয়টি প্রকাশ হওয়ার পর শার্পকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়েছিল।
শার্প দাবি করেছেন, তার নিয়ম ভাঙার বিষয়টি ‘অবৈজ্ঞানিক এবং বস্তুগত ছিল না।’ তবে তিনি ‘বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতে’ পদত্যাগ করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com