রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতা কর্মীদের কাজ করতে হবে বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৫তম সভা মহানগরী জোন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের কৃতিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব

তাড়াশের কাঙ্খিত উন্নয়নে মেয়র পদে বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক সালাম বিএসসির বিকল্প নেই

গোলাম মোস্তফা বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে নবগঠিত পৌরসভার যথাযথ উন্নয়নের লক্ষে বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক সালাম বিএসসিকে মেয়র হিসেবে দেখতে চান তাড়াশ পৌর এলাকার আপামর জনসাধারণ। বিশেষ করে ভোটাররা জানিয়েছেন, অবহেলিত তাড়াশ পৌরসভার রাস্তা-ঘাট নির্মাণ, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করণ তথা পৌরবাসীর জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটাতে মেয়র হিসেবে সালাম বিএসসির বিকল্প নেই। জানা গেছে, আব্দুস সালাম বিএসসির রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তৎকালীন সময়ে ১৯৯১ থেকে ১৯৯৩ সালে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে তার রাজনীতির শুরু। ১৯৯৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সকল কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে সফলতার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সালাম বিএসসি। যার ফলশ্রুতিতে ১৯৯৭ থেকে ১৯৯৮ শিক্ষাবর্ষে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক মনোনীত হয়ে তাড়াশ ডিগ্রি কলেজ ছাত্র সংসদে বিপুল ভোটে জিএস পদে নির্বাচিত হোন। এসময় তিনি গরীব, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ও পাঠ্য পুস্তুকসহ নানাবিদ সহযোগিতা দিয়েছেন। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ, তাড়াশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ, তাড়াশ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ, ভাড়াশ উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করাকালীন সময়ে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: মো. আব্দুল আজিজ এমপির নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা পর্যায়ে কোষাধ্যক্ষ হিসেবে এবং সমগ্র নির্বাচনী এলাকায় নৌকা প্রতিকের প্রার্থীর বিজয়ের নিমিত্তে তাহার উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করেছেন। ২০২০ সালে বাংলাদেশ আওয়ামীলীগ, তাড়াশ উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সামাজিক দায়িত্ব পালনে আব্দুস সালাম বিএসসির অগ্রনী ভূমিকা রয়েছে। তিনি ২০০৫ সাল হতে অদ্যাবধি তাড়াশ কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কবরস্থানের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। বর্তমানে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বেও সভাপতি নির্বাচিত হয়ে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তাড়াশ পৌরসভার মেয়র হওয়া প্রসঙ্গে আব্দুস সালাম বিএসসি দৈনিক খবরপত্রকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুদীর্ঘ ৩০ বছর রাজনীতি করতে গিয়ে আন্দোলন সংগ্রামে বিভিন্ন মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু মানুষের ভালবাসার কাছে আমি বার বার পরাজিত। সততার রাজনীতির মূল্যায়ন সর্বদাই মহান রাব্বুুল আলামিন প্রদত্ত। যাহা একজন রাজনৈতিক ব্যক্তিকে স্বর্ণ শিখরে ও মানুষের হৃদয়ের মনি কোঠায় ঠাই করে দিতে পারে। তিনি আরো বলেন, দলীয় মনোনয়ন পেয়ে জনতার ভোটে আমি মেয়র নির্বাচিত হলে কৃষককূল, সমাজের খেটে খাওয়া মানুষ ও শিক্ষিত বেকার সমাজের উন্নয়নের সর্বাধিক চেষ্টা করবো। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে সুজলা-সুফলা, শস্য-শ্যামলাতথা ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বিক সহযোগিতা করে যাবো। আব্দুস সালাম বিএসসি তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। সেই সাথে তাড়াশের একজন স্বনামধন্য ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com