গাইবান্ধার পলাশবাড়ীতে উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করলেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান। জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আওতায় ২০২২-২৩ অর্থবছরের টিআর, কাবিখা, কাবিটা, এইচবিবি প্রকল্প ও সেতু-কালভার্টের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান। তিনি মহদীপুর ইউনিয়নের এইচবিবি, কাবিখা, কাবিটা প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার মাটির কাজ এবং ইজিপিপি প্লাস কর্মসৃজন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ২৮ মে রোববার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের মুছির তেকানী থেকে দয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইজিপিপি প্রকল্পের কাজ এবং একই এলাকা থেকে মহদীপুর হিন্দুপাড়া পর্যন্ত গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এসময় তিনি বর্তমান সরকারের নানামূখী উন্নয়ন ও দৃশ্যমান কাজ শতভাগ বাস্তবায়ন করতে শ্রমিকদের পরামর্শ প্রদান করেন। পরে তিনি উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে বাস্তবায়িত সেতু-কালভার্ট পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, সহকারি কমিশনার মুহাম্মদ জুয়েল মিয়া, পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, ইজিপিপি প্রকল্পের উপ-সহকারি প্রকৌশলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।