বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

নড়াইলে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে বাড়িঘর ভাঙচুর এবং এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারের আয়োজনে শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে মহিষখোলা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, রবিউল ইসলাম, জালাল উদ্দীন মোল্যা, রিনা বেগমসহ ক্ষতিগ্রস্তরা। বক্তারা বলেন, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২ জুন বিকেলে প্রতিপক্ষ আইয়ুব সরদার,ওমর সরদার এবং ওয়াজির মোল্যার নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন লোক মহিষখোলা গ্রামের নজরুল ইসলাম, নাজমুল ইসলাম ও এনামুল হকের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের চাচাতো ভাই ইউনুস শেখসহ কয়েকজন আহত হন। এ সব ঘটনায় তিনটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। এর মধ্যে সিমেন্ট ব্যবসায়ী জালাল উদ্দীন মোল্যার এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া বাড়িঘর ভাঙচুর, জখমসহ বিভিন্ন অভিযোগে জোসনা বেগম বাদী হয়ে ১৮জনকে আসামি করে মামলা দায়ের করেন। এদিকে প্রতিপক্ষের লোকজনের এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম বাদী হয়ে ৪৮জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এ সব ঘটনায় দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।  প্রতিপক্ষ আইয়ুব সরদার, ওমর সরদার এবং ওয়াজির মোল্যাসহ অভিযুক্তরা বলেন, শরিফুল ইসলামের নেতৃত্বে আমাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর হয়েছে। টাকা, স্বর্ণালংকার, ধানসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট হয়েছে। আমাদের সাতজন লোক আহত হয়েছেন। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান জানান, দুইপক্ষের লোকজনই মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com