রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

বরিশালে সড়ক ও জনপদের জমি প্রতি হাত ৩ হাজারে বিক্রির অভিআেগ

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাস্ট্যান্ড এলাকার সড়ক ও জনপদের রাস্তার দু’পাশের জমি প্রতিনিয়ত অবৈধ দখলদারদের হাতে চলে যাচ্ছে। এ সব জমি অবৈধ ভূমিদস্যু দখলদাররা কথিত মালিক সেজে প্রতি হাত জমি বিক্রয় করছে ৩ হাজার টাকা করে। সড়ক ও জনপদের জমি দখল নিয়ে দুই পক্ষের প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় শাহিন মুন্সীর সাথে মোঃ আলী হোসেনের মধ্যে সরকারী জমিতে দোকান ঘর নির্মান নিয়ে দুইপক্ষের মধ্যে সংর্ঘয়ে দুই জন আহত হয়েছে। দুইপক্ষের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। উভয়ই তাদের পৈত্রিক জমির সামনের অংশ সড়ক ও জনপদের জমি দাবি করছে। অপরদিকে পৈত্রিক জমির সামনে অংশ সড়ক ও জনপদের জমি দাবি নিয়ে দুই পক্ষের বিরোধের ঘটনায় বিল্পব মুন্সী বাদি হয়ে রুবেল, কামরুল ইসলাম রয়েল, রিয়েল নামে তিনজনকে আসামী করে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সরকারি জমি অবৈধ্যভাবে দখল নিয়ে একেরপর এক হামলা মামলাকে উপেক্ষা করে স্থানীয় দখলদার বিল্পব মুন্সী,রেজবি মুন্সী তাদের পৈত্রিক জমি দাবি করে প্রতি হাত ৩ হাজার টাকা দরে বিক্রি করচ্ছেন। সরকারি জমি দখলদাররা কাগজপত্র ছাড়াই খানপুর এলাকার বিপ্লব বেপারী, নজরুল, জিয়া, লিটন সহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রকাশ্যে দিবালকে দখলদারদের মাধ্যমে দখল হয়ে যাচ্ছে সড়ক ও জনপদের জমি। বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সব অবৈধ দখল বানিজ্য চললেও এটি দেখভাল করা দায়িত্ব যাদের সেই সড়ক ও জনপদের কর্তা ব্যক্তিরাও নিরব ভূমিকায় রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে জানা যায় সড়ক ও জনপদ বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই এ সব দখল বানিজ্য চালিয়ে যাচ্ছে দখলদাররা। স্থানীয়রা বলছেন, বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় প্রায়ই সড়ক দূর্ঘনায় নিহত ও আহত হওয়ার ঘটনা অহরহ ঘটছে। যে কারণে গত বছর সড়ক ও জনপদ বিভাগ সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের ১ মাসের মাথায় আবারও অবৈধ দখলদাররা সরকারী এসব জমি দখলে মরিয়া হয়ে উঠে। কয়েক মাসের মধ্যে আরারো দখলদারদের হাতে চলে যায় সড়ক ও জনপদরে এসব জমি। এবার প্রকাশ্যে মেতে উঠেছে ক্রয় বিক্রয় বানিজ্যে। তবে এসময় ওপেন সিক্রেট বানিজ্যের সাথে সড়ক ও জনপদের কিছু অসাধু কর্মকর্তা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহে মহাসড়কের জমি দখল করে অন্যের কাছে বিক্রি করে প্রায় ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এবিষয়ে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ মাহমুদ সুমন বলেন, সরকারী জমি বিক্রির সাথে সড়ক ও জনপদ বিভাগের কেউ জড়িত নেই। বিষয়টি তিনি তদন্ত সাপেক্ষে এসব দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। উল্লেখ্য বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাস্টান্ডে সড়ক ও জনপদের জমি অবৈধভাবে দখল বানিজ্যের কারনে যে কোনো সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা করছে স্থানীয় ও শান্তি প্রিয় সমাজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com