সীতাকুণ্ড পৌরসভার বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও পৌর কার্যালয় ও পৌরবাসীর সড়ক বাতির লাইন বেআইনী ভাবে বিছিন্ন করে মেয়রের প্রতি ঔদ্ধ্যত্তপূর্ণ আচরন দেখানোর প্রতিবাদে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের উপ-প্রকৌশলী নাফিজ ইমতিয়াজের বিরুদ্ধে পৌর মেয়র সংবাদ সম্মেলন করেছে। গত সোমবার দুপুর সাড়ে ১২টায় সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে পৌর পিতা মেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউল আলম তার লিখিত বক্তব্য বলেন, গত ২৬/০৬/২০২৩ইং তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার সময় দুপুর ২টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের উপ-প্রকৌশলী মোঃ নাফিজ ইমতিয়াজ পৌরসভা কার্যালয়ের সামনে বিদ্যুতের খুঁটিতে লোক তুলে দেন পৌর কার্যালয়সহ পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের সড়ক বাতির লাইন বিছিন্ন করতে।তখন আমি জানতে পেরে পৌর প্যানেল মেয়রসহ কয়েক জনকে পাঠাই আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করেছি তা জানাতে এবং তাকে চায়ের দাওয়াত দিতে। কিন্তু তিনি আমার প্রতি ব্যঙ্গ আচরন করে বলে, মেয়র টেওর ও মুক্তিযোদ্ধা মানি না, আমি লাইন কাটতে এসেছি লাইন কেটে দিব। এরপর তিনি লাইন কেটে দিয়ে আমার কাছে এসে বাড়াবাড়ি করা অবস্থায় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমার কাছে কথা বলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং তাকেও দুঃখ প্রকাশ করতে বলে। কিন্তু দুঃখের বিষয়, আমরা বিল পরিশোধ করার পরও উপ-প্রকৌশলী নাফিজ লাইনটি বিছিন্ন করতে আসে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য। কারণ বিল পরিশোধ আছে বলার পরও সে লাইনটি বিছিন্ন করে দেয়। এমনকি নাফিজ পৌরসভা থেকে বেরিয়ে একদিন পর পৌরসভার বিরুদ্ধে চট্টগ্রামের একটি অন-লাইনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় এবং থানায় একটি অভিযোগ দায়ের করে আমাদের এক কাউন্সিলরের বিরুদ্ধে। তাছাড়া এই উপ-কৌশলী নাফিজের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ আছে।সে আমার পৌরবাসীর অনেককে বিভিন্ন ভাবে হয়রানি করে অবৈধ ভাবে টাকা আদায় করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র বাবু হারাধন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, কাউন্সিলরবৃন্দ যথাক্রমে আলহাজ্ব সামছুল আলম আযাদ, মোঃ মফিজুর রহমান,মোঃ সফিউল আলম চৌধুরী মুরাদ, আনোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ দিদারুল আলম এ্যাপোল, মোঃ ফজলে এলাহী পায়েল, শাহ্ কামাল চৌধুরী, মোঃ বদিউল আলম জসিম, আনোয়ারা বেগম, খালেদা আক্তার, কামরুন্নাহার কাকলীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।