রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার রেক্টর পদে যোগদান উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর পদে প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার পুনঃ যোগদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মতবিনিময় সভা। শিক্ষার মানোন্নয়নে কর্মপরিকল্পনা, বাস্তবায়ন ও গুণগত মানের শিক্ষা প্রদানের নানাবিধ দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় সভায় প্রফেসর তরুণ কান্তি বড়–য়া কথা বলেন কলেজের শিক্ষকবৃন্দের সাথে। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত এ সভায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির মাননীয় সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথের। অন্তরঙ্গ পরিবেশে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জাকিদুল ইসলাম ও প্রভাষক মুস্তাকিয়া মাহমুদা। প্রভাষক কৌষিক চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রেক্টর পদে নিযুক্ত তরুণ কান্তি বড়–য়ার বর্ণাঢ্য শিক্ষকতা জীবন ও তার সৃজনশীল কর্মের নানান বিষয় নিয়ে আলোকপাত করেন মতবিনিময় সভার সম্মানিত অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথের। শিক্ষকদের সাথে মতবিনিময় কালে রেক্টর পদে নিযুক্ত তরুণ কান্তি বড়ুয়া তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার
আলোকে নীতি নির্ধারণী ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এখানে বলা বাহুল্য যে, কলেজের রেক্টর পদে যোগদান করা প্রফেসর তরুণ কান্তি বড়ুয়াকে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অধ্যক্ষ ও শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন গত ৩ নভেম্বর। রাংগুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন ঐতিহ্যবাহী পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজে। এছাড়াও তিনি শিক্ষকতা পেশায় কর্মজীবন অতিবাহিত করেছেন পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে রেক্টর পদে প্রথম মেয়াদে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেছেন যথেষ্ট সুনামের সাথে। বর্তমান মেয়াদে প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া পূর্বের মতো সম্মান ও দক্ষতার ছাপ রাখতে সক্ষম হবেন যা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজেকে নতুন মাত্রায় সামনের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com