গত শনিবার বিকালে নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে বিসিবিসি মিলনায়তনে কবি আল মাহমুদের জন্মবার্ষিকী উপলক্ষে নিবেদিত কবিতা পাঠ ও পদক প্রদান করা হয়েছে। সংসদের সভাপতি কবি তাসনীম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি কবি সালেহ মাহমুদের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি ও সম্পাদক জাকির আবু জাফর,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল,কবি ড. ফজলুল হক তুহিন,কবি মাহমুদুল হাসান নিজামী,
অনুষ্ঠানে তিনজনকে আল মাহমুদ সম্মাননা স্বারক প্রদান করা হয় তারা হলেন ড. ইয়াহইয়া মান্নান,আব্দুর রহমান মল্লিক,আবিদ আজম।
এছাড়া আরো বক্তব্য রাখেন গবেষক এমদাদুল হক চৌধুরি,কবি আফসার নিজাম।
আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডা. রুহুল আমিন এ হাসান,আব্দুর রহমান,এম এম আতাউর রহমান,আলতাফ রানা,আজিজ হাকিম,ওয়াহিদ আল হাসান,আবুল খায়ের নাঈমুদ্দিন,তোফাজ্জল হোসেন,ওমর বিশ্বাস,সীমান্ত আকরাম,হেলাল উদ্দিন।
নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাফর পাঠান,ওয়েজকুরুনি সিদ্দিকী,সরদার আব্বাস উদ্দিন,ডা. কবির ভুইয়া।-প্রেস বিজ্ঞপ্তি