সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::

যুবদল কর্মী নিহত, ৫০জন গুলিবিদ্ধসহ আহত দুই শতাধিক

হাবিবুর রহমান সবুজ লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

লক্ষ্মীপুরে বিএনপি পদযাত্রায় গুলি
লক্ষ্মীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদল কর্মী সজিব হোসেন নিহত। এসময় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ ৫০জন গুলিব্ধিসহ আহত হয়েছেন দুই শতাধিক বিএনপির নেতাকমী। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে বিএনপি পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাধা দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন স্থানে। বিএনপির পদযাত্রা কর্মসুচিতে নেতৃত্বে দিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া। নিহত যুবদল কর্মী সজিব হোসেন সদর উপজেলা চরশাহী ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু। পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানায়, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গত মঙ্গলবার বেলা তিনটার দিকে জেলা বিএনপির উদ্যোেেগ শহরের গোডাউন রোডের বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করে বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপর্ণূ সড়ক প্রদক্ষিন শেষে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। মিছিলটি রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধাঁ দেয়। এতে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহুমদ ইব্রাহিম, যুবদল কর্মী সজিব হোসেনসহ অন্তত ৫০ নেতকর্মী গুলিবিদ্ধসহ আহত হয় দেড় শতাধিক নেতাকর্মী। এছাড়া অতিরিক্ত পুলিষ সুপার মো. সহেল রানা ও সদর থানার ওসি মোসলেহ উদ্দিনসহ ৫০ পুলিশও আহত হয়। এক পর্যায়ে দুইটি মোটরস্ইাকেলসহ দুইটি প্রাইভেট হাসপাতালসহ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। সড়কে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর গুলিবিদ্ধ যুবদল কর্মী সজিব হোসেন মারা যায়। অন্য আহতদের সদরসহ জেলার বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তোজনা বিরাজ করছে।
বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান,বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বিনা উস্কানীতে পুলিশ বাধা দেয় এবং এলোপাতাড়ি গুলি চালায়। এতে যুবদল নেতা সজিব হোসেন গুলিব্ধি হয়ে মারা যায়। দুইশর বেশি নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর। তবে পাখির মতো গুলি করে নেতাকর্মীদের হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবেনা। আন্দোলন চলবে। হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত। ঘরে ফিরে যাবেনা বিএনপি। এদিকে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও সদর থানার ওসি মোসলেহ উদ্দিনসহ ৩০ পুলিশ সদস্য আহত হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সজিব নামে এক যুবক নিহত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com