বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

ভারতকে রুখে দিয়ে র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ পিংকি-নাহিদার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়া সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি। এই সেঞ্চুরি ছাড়াও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফর্ম করছেন এই ডানহাতি ব্যাটার। তারই প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি উইমেন্স ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে বাংলাদেশের মধ্যে ইতিহাসের সেরা অবস্থানে উঠে এসেছেন পিংকি। বোলারদের মধ্যে নাহিদা আক্তারের অর্জনও একই। গতকাল মঙ্গলবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে র‌্যাঙ্কিংয়ের সেরা বিশে উঠে এসেছেন পিংকি। বোলিংয়ে শীর্ষ বিশে আগে একজন উঠলেও বিশের উপরে প্রথম বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন নাহিদা।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে ২৭ ও ৪৭ রানের পর শেষ ম্যাচে সেঞ্চুরি করেন পিংকি। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে ১৬০ বলে ১০৭ রান আসে তার ব্যাট থেকে। এই পারফর্মেন্সের জন্য সিরিজ সেরা হন পিংকি। এবার আরও বড় পুরস্কার পেলেন তিনি। র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠে এসেছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। এখন তার নামের পাশে ক্যারিয়ার সর্বোচ্চ ৫৬৫ রেটিং পয়েন্ট। পিংকির আগে বাংলাদেশের হয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে ছিলেন রুমানা আহমেদ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে ওঠেন তিনি।
ফারজানা, নাহিদা ছাড়াও র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও রাবেয়া খান। ভারতের বিপক্ষে একই সিরিজে ৬ উইকেট নেন নাহিদা। শেষ ম্যাচে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে দলকে নিশ্চিত হারের হাত থেকে রক্ষা করেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন নাহিদা। বাংলাদেশের সবসময়ের সেরা ১৯ নম্বরে ওঠা ২৩ বছর বয়সী স্পিনারের রেটিং পয়েন্ট ক্যারিয়ার সর্বোচ্চ ৫২৯।
এছাড়া ২১ ধাপ এগিয়েছেন আরেক স্পিনার সুলতানা। যদিও তিনি এখনও শীর্ষ ৫০শে আসতে পারেননি। তার অবস্থান ৫৭ নম্বরে। সবচেয়ে বড় লাফ দিয়েছেন রাবেয়া খাতুন। এক লাফে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com