ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী রুদ্র চন্দ্র সরকার মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটার সময় রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রুদ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়। জানা যায় গত মাসের ২২ তারিখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় রুদ্র। এরপর ক্লাস-পরীক্ষা শেষ করে ২৪ তারিখ বাড়ি চলে যায়। এরপর সেখানে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নেয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হতে থাকে। এসময় তার নিউমোনিয়া ধরা পরে, এছাড়াও দুটি কিডনিতেই ইনফেকশন হয়। ফলে ডক্টররা বোর্ড মিটিং করে এবং রুদ্রকে ঢাকার মিরপুর ১২ এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে ডায়ালাইসিস করার জন্য তাকে ধানমন্ডির এক হাসপাতলে পাঠানো হয়। ডায়ালাইসিস করার সময় খিঁচুনি উঠে তার ব্রেন ড্যামেজ হয়ে যায়। পরে মিরপুর নিয়ে আসলে আনুমানিক রাত ১.১২ এর সময় রুদ্র পৃথিবী ছেড়ে চলে যায়। এদিন রাতেই রুদ্রর পরিবার তার মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। সেখানেই তার শেষকৃত্য হবে বলে জানা যায়। এতে নৃবিজ্ঞান বিভাগের ছাত্র কল্যাণের পরিচালক সহযোগী অধ্যাপক মাইন উদ্দিন বলেন,রুদ্র সরকারের অকাল মৃত্যুতে আমরা নৃবিজ্ঞান বিভাগ শোকাহত।তিনি আরও বলেন একটি ছাত্র মাত্র বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিল এতো তাড়াতাড়ি মারা যাবে এটা আসলেই দুঃখ জনক। এখনো পর্যন্ত ঐ শিক্ষার্থীর পরিবার থেকে কোনো কিছু জানানো হয়নি বলেও তিনি জানান। এছাড়া তার অকাল মৃত্যুতে নৃবিজ্ঞান বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় শোক প্রকাশ করছে।