শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি জবি অধ্যাপক পেয়ার আহমেদ ডিসেম্বরের মধ্যে ৯০ হাজার বিদেশিকর্মী নিতে পারে মালয়েশিয়া মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশীর জয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন রাজধানীর ১৩টি স্থানে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে সরাসরি ডিম সরবরাহ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন ব্রিটিশ হাইকমিশনার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন কুইক রেন্টালে দায়মুক্তির বিধানের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায় ১৪ নভেম্বর জনগণের জানমাল আমাদের কাছে পবিত্র আমানত

‘মানিকে মাগে হিথে’ গায়িকার সাথে রামিজ রাজা!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

পাকিস্তানের সাবেক অধিনায়ক রামিজ রাজা ফিরে এসেছেন ক্রিকেট কমেন্ট্রিতে! গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার আলোচিত অধ্যায় শেষ হয়েছে। নিঃসন্দেহে অন্যতম সেরা ধারাভাষ্যকারদের মধ্যেই একজন তিনি। এই মুহূর্তে দ্বীপরাষ্ট্রে চলতি লঙ্কা প্রিমিয়র লিগে কমেন্ট্রির কাজে ব্যস্ত তিনি। আর কাজের ফাঁকেই নতুন ভূমিকায় উত্তীর্ণ হলেন রামিজ।
সিংহতি গায়িকা ও ইউটিউব সেনসেশন ইয়োহানির সাথে ‘মানিকে মাগে হিথে’-তে গলা মেলালেন রামিজ। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ইয়োহানি এখন পুরোদস্তুর পরিচিত মুখ। ‘মানিকে মাগে হিথে’ গেয়েই তিনি আকাশছোয়া জনপ্রিয়তা পেয়েছিলেন বছর দুয়েক আগে। লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ঘরের মেয়ে ইয়োহানি পারফর্ম করে মাতিয়ে দেন।
গত বছর তনিষ্ক বাগচির পরিচালনায় হিন্দিতে ‘মানিকে মাগে হিথে’ গেয়েছিলেন ইয়োহানি। আর এই গানের হাত ধরেই, বলিউডে ডেবিউ করেছিলেন সিংহলি গায়িকা। অজয় দেবগনের ‘থ্যাংক গড’ ছবিতে ব্যবহৃত হয়েছিল এই গান। পর্দায় এই গানে ঝড় তুলেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও নোরা ফতেহি। দুধ সাদা স্লিট ড্রেস ও মোহময়ী চাহনিতে নোরা ছিলেন অপরূপা। ব্যাকগ্রাউন্ডে ইয়োহানির গলায় ‘হায় ইয়ে তেরি আঁখে, রাত ভর করে বাতে তেরি’। আর এরপরই নিজস্ব স্টাইলে শরীরী বিভঙ্গে ঝড় তুলেছিলেন কানাডিয়ান ডান্স কুইন। হিন্দির সাথেই মিশেছিল সিংহলি ভাষায় ওই পরিচিত ‘মানিকে মাগে হিথে’। ব্যাস, এরপর গোটা গানজুড়ে নোরা-সিদ্ধার্থের রসায়নই চোখ আটকে রাখার জন্য ছিল যথেষ্ট।
২০২১ সালের সেপ্টেম্বরে রাজা পিসিবি-র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। ইমরান খানের জোরাজুরিতেই কার্যত রাজা পাকিস্তানি ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন। তার দেশের ক্রিকেট বোর্ডের ৩৬তম চেয়ারম্যান হয়েছিলেন। ১৯৮৪ থেকে ১৯৯৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলার পর রাজা ধারাভাষ্যকার হিসেবে কেরিয়ার শুরু করে যথেষ্ট সুনাম অর্জন করেন। এর পাশাপাশি টিভি ব্যক্তিত্ব ও ক্রিকেট বিশ্লেষক হিসেবেও তিনি কাজ করছিলেন দাপটের সাথে।
পিসিবি-র প্যাট্রন-ইন-চিফ পদে থাকা ইমরান সরাসরি চেয়ারম্যান পদের জন্য রাজাকে মনোনীত করেছিলেন। রাজা জানিয়েও ছিলেন যে যত দিন ইমরান ওই দেশের প্রধানমন্ত্রী থাকবেন, তিনি তত দিন পর্যন্ত পিসিবি-র দায়িত্ব সামলাবেন। শেহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মনে করা হচ্ছিল যে রাজার দিন ফুরিয়ে এসেছে। শাহবাজ প্রধানমন্ত্রী হলে যে বোর্ডের মাথায় নাজাম শেঠি ফিরবেন, সেকথা দিনের আলোর মতোই পরিষ্কার ছিল। হয়েছেও সেটাই। সূত্র : জি নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com