সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

শিবগঞ্জে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থানের দাবি আশ্রয়ণবাসীদের

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাছ চাষের মাধ্যমে কর্মস্থানের দাবি করেছেন আশ্রয়ণ-২ প্রকল্পের বাসিন্দা। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন ৭৩ পরিবার। জানা গেছে- উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি ডিগ্রি কলেজের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের অধিন ১৩০টি পরিবার রয়েছে। তারা প্রত্যেকেই অসহায় ও দু:স্থ হওয়ার কারণে বিভিন্ন স্থান থেকে এসে এখানে আশ্রয় পেয়েছে। কিন্তু কোন কর্মস্থান না থাকায় বেশির ভাগ সময় অনাহারে অর্ধাহারে দিনাদিপাত করতে হয় তাদের। তাদের দাবি- এ আশ্রয়ণ প্রকল্পের তিন দিকে বিশাল এলাকাজুড়ে সরকারিভাবে পুকুর খনন করা হয়েছে। যা মাছ চায়ের জন্য খুব উপযোগী। ফলে সম্মিলিতভাবে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে চান তারা। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে একটি সমিতি গঠন করা হয়েছে। গুচ্ছগ্রামের বাসিন্দা ষষ্ঠী ঘোস বলেন, আমার বয়স শেষ দিকে। কোথাও কোন কাজ করতে পারি ন। সংসারও চলেনা। তাই গুচ্ছগ্রামে খনন করা পুকুরে যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট মৎস্য বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে আমাদেরকে মাছ চাষের সুযোগ করে দেন। তাহলে আমরাও জীবিকা নির্বাহের পথ পাবো। অন্যদিকে সরকারেরও রাজস্ব আদায়ের সুযোগ হবে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করে তাদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com