২ সেপ্টেম্বর শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমদ চৌধুরী ও তাঁর সহধর্মীনি পরিদর্শনে এলে তাদেরকে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় মাননীয় বিচারপতির সাথে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জুলফিকার উল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাদিয়া সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ দেলওয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মাননীয় রেজিষ্ট্রার জেনারেলের পিএস হাসিবুল হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ মোর্শারফ হোসেন। এছাড়া আরোও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা এসি ল্যান্ড মাঈদুল ইসলাম ও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের কার্য নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট আইনজীবী শ্রী সরোজ গোপাল রায়। পরিদর্শনকালে বিচারপতি খিজির আহমদ চৌধুরী মন্দিরের পোড়ামাটির পূড়াকৃর্তি দেখে বিষ্ময় প্রকাশ করেন এবং মন্দিরের স্থাপন সমন্ধে মন্দিরের ইতিহাস জানার চেষ্টা করলে রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা করেন। বিচারপতি শেষে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করেন।