পাক পেসারদের সামলানোর কোনো উপায়ই বের করতে পারলেন না বাংলাদেশের টপ ও লোয়ার অর্ডার ব্যাটাররা। মাঝে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান কিছুটা লড়লেন বটে। কিন্ত তাতে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর মতো লক্ষ্য ছুঁড়ে দিতে পারল না দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে টস জেতেন টাইগার অধিনায়ক। কিন্তু এর ফয়দা আদায় করে দিতে পারেননি। ৩৮.৪ ওভারে দল গুটিয়ে গেছে স্রেফ ১৯৩ রানে।
দলীয় ৫০ রানের আগেই চার উইকেট হারানোর পর প ম উইকেটে শতরানের জুটি গড়েন সাকিব-মুশফিক। দুজনেই ফিফটি পূর্ণ করে বেশিদূর এগুতে পারেননি। আর কারো নেই বিশোর্ধো ইনিংস। এই ম্যাচেও ব্যর্থ তৌফিক হৃদয়। নিজেদের প্রমাণ করতে পারেনি শামীম-আফিফও।
১৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ। ৩৪ রানে তিনটি নেন নাসিম শাহ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৩৮.৪ ওভারে ১৯৩ (নাঈম ২০, মিরাজ ০, লিটন ১৬, সাকিব ৫৩, হৃদয় ২, মুশফিক ৬৪, শামীম ১৬, আফিফ ১২, তাসকিন ০, শরিফুল ১, হাসান ১*; অতিরিক্ত ৮; আফ্রিদি ৭-১-৪২-১, নাসিম ৫.৪-০-৩৪-৩, হারিস ৬-০-১৯-৪, ফাহিম ৭-০-২৭-১, শাদব ৭-০-৩৫-০, সালমান ১-০-১১-০, ইফতিখার ৫-০-২০-১)।