জমকালো আয়োজনের মধ্য দিয়ে উত্তর ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংঘটন “ভুজপুর খেলোয়াড় সমিতির” একযুগপুর্তি উপলক্ষে “মরহুম ছৈয়দুল হক স্মৃতি” গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকার ও সংঘটক মো: কামাল উদ্দীন। “মরহুম ছৈয়দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী শিপন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিদর্শক মো: নিজাম উদ্দীন। জাহাঙ্গীর ইলাহি ও রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূজপুর খেলোয়াড় সমিতির সভাপতি রেজাউল করিম। হাজার হাজার দর্শক উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ন উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে রাউজান ফুটবল একাদশ ৪-৩ গোলে সোহেল মুন্সি ফুটবল একাদশকে পরাজিত করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মর্তুজা এনামুল ইকবাল, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরুল রাফি, তরুন উদ্যোক্তা বাবু রজিত পাল, সজল বড়ুয়া, তরিকত নেতা মুরাদুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন কাজিরহাট বাজার বনিক কল্যান সমিতির নব নির্বাচিত সভাপতি আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক বকতেয়ার তালুকদার। নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করেন।