সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

পণবন্দি নারীর ভিডিও সামনে আনলো হামাস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

৭ অক্টোবরের হামলার সময় জিম্মি হওয়া একজন ইসরায়েলি নারীর ভিডিও প্রকাশ করেছে হামাস। হামলার সময় প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়েছে বলে জানা গেছে। হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসাম ব্রিগেড গতকাল একজন নারীর একটি ভিডিও প্রকাশ করেছে। ২১ বছর বয়সী ওই তরুণী নিজেকে মিয়া স্কিম বলে পরিচয় দিয়েছেন। ভিডিওতে তার হাত ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় দেখা গেছে। ভিডিওতে, তিনি বলেছিলেন যে তিনি গাজা সীমান্তের কাছে ইসরায়েলের একটি ছোট শহর সেডেরট থেকে এসেছেন। হামলার দিন, তিনি কিবুতজ রেইমের সুপারনোভা সুকোট মিউজিক ফেস্টিভ্যালে যোগদান করছিলেন যখন হামাস সমাবেশে আক্রমণ করেছিল। মিউজিক ফেস্টে অন্তত ২৬০ জনকে হত্যা করা হয় এবং মিয়াসহ অন্যদের জিম্মি করা হয়। মাত্র এক মিনিটের ভিডিওটিতে দেখা গেছে মিয়ার ক্ষতস্থানে একজন ব্যান্ডেজ বাঁধছেন। ইসরায়েলি নারী বলেছেন, তার আঘাতের জন্য তিন ঘণ্টার অস্ত্রোপচার করা হয়েছে। ভিডিও মারফত মিয়া আবেদন জানান -”তারা আমার যতœ নিচ্ছে, তারা আমার চিকিৎসা করছে, তারা আমাকে ওষুধ দিচ্ছে। সবকিছু ঠিক আছে। কিন্তু আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে, আমার পরিবারের কাছে, আমার বাবা-মায়ের কাছে, আমার ভাইবোনদের কাছে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বের করুন।” ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে মিয়াকে গত সপ্তাহে অপহরণ করা হয়েছিল এবং কর্মকর্তারা মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করেছেন।
”টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ার পরিবার মেয়েকে নিরাপদ দেখে খুশি হয়েছে। মিয়া একজন ইসরায়েলি-ফরাসি নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তার পরিবার গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে তার মেয়ের মুক্তিতে সহায়তা করার জন্য আবেদন করেছিল। সূত্র : এনডিটিভি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com