সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::

শ্রেষ্ঠ রাজস্ব আয়কারী প্রতিষ্ঠান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাব্বির হোসেন সাভার
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

চিকিৎসা ক্ষেত্রে ঢাকা জেলার শ্রেষ্ঠ রাজস্ব আয়কারী প্রতিষ্ঠান হিসেবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্পাদনা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকা জেলা সিভিল সার্জন এই সম্মাননা তুলে দেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সায়েমুল হুদার হাতে। ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান তার কার্যালয় হতে এই সম্মাননা প্রদান করেন। এ ব্যাপারে জানতে চাইলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, স্বাস্থ্য ল্যাবরেটরী কার্যক্রমে সর্বোচ্চ পরীক্ষা ও রাজস্ব আদায়ে অবদান রাখায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার,ঢাকাকে সম্মাননা স্বারক প্রদান করেন সিভিল সার্জন স্যার। ঢাকা জেলার মধ্যে আমরা সর্বোচ্চ ল্যাবরেটরির কার্যক্রমে পরীক্ষা নিরীক্ষা করেছি এবং সর্বোচ্চ রাজস্ব আদায়ের সক্ষম হয়েছি। এই সম্মাননা পাওয়ায় তিনি তার হাসপাতালে সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং সাভার উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগণ এবং জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট সকলে আমাদের সকল কাজে উৎসাহ প্রদান করে পাশে থেকে সহযোগিতা করেন বলেই আমরা কৃতজ্ঞ। তিনি ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com