রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

রৌমারী মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ট ধাপে ৫০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫০ টি মসজিদের মধ্যে কুড়িগ্রামের রৌমারী ও পাবনা জেলার সাথিয়া উপজেলা এ দু’টির উদ্বোধনের মধ্যদিয়ে একযোগে ৫০টি নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ৩০ অক্টোবর সকাল ১১ টায় ইসলামী ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজিত রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের বাস্তবায়নে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, আলহাজ জাকির হোসেন এমপি প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়, আলহাজ্ব জাফর আলী সাবেক এমপি ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা, আসলাম হোসেন সওদাগর এমপি কুড়িগ্রাম-১, পনির উদ্দিন আহমেদ এমপি কুড়িগ্রাম-২, এমএ মতিন এমপি কুড়িগ্রাম-৩, হাবিবুর রহমান বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ, আব্দুল বাতেন বিপিএম পিপিএম ডিআইপি রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর, মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার) পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, মিছবাহ উদ্দিন অতিরিক্ত প্রধান প্রকৌশলী রংপুর গণপুর্ত জোন, রংপুর, শেখ মিজানুর রহমান তত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর গণপুর্ত সার্কেল রংপুর, সাইদুল আরিফ জেলা প্রশাসক কুড়িগ্রাম, আল আসাদ মাহফুজুল ইসলাম পুলিশ সুপার কুড়িগ্রাম, আমান উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কুড়িগ্রাম, ইমান আলী উপজেলা পরিষদ রৌমারী, ফেরদৌস-উজ-জামান উপ-প্রকল্প পরিচালক (নির্বাহী প্রকৌশলী), আল মামুন হক নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ কুড়িগ্রাম, প্রধান শিক্ষক আবু হোরায়রা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা রৌমারীসহ স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসনের প্রতিটি দপ্তরের প্রধান, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উক্ত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মানের ফলে অত্র উপজেলায় ইসলামিক সাংস্কৃতিক চর্চা, প্রচার ও জ্ঞানার্জনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে বলে মনে করছেন সুধিজন ও এলাকার ইসলাম প্রীয় মানুষজনরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com