মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
আমাদের স্বপ্নের বাংলাদেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে: তারেক রহমান ইইউ’র প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইসরাইলের ‘পূর্ণ স্বাধীনতা’ ছাড়া লেবাননে যুদ্ধবিরতি নয় : গ্যান্টজ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় অগ্নিসংযোগ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু ইন্তেকাল করেছে যশোরের সন্যাসগাছা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা মেজর (অব.) জলিলের মৃত্যু বার্ষিকী আজ চট করে নির্বাচন হলে আন্দোলনের লক্ষ্য অর্জন হবে না; টিআইবি

দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই : অধ্যাপক মুজিবুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই। দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। সারা দেশে চরম সামাজিক অস্থিরতা বিরাজ করছে। এগুলো দেশে ন্যায় বিচার না থাকার কুফল। মানুষকে নৃশংসভাবে হত্যার এ সব ঘটনা দেশের নাগরিদের ভাবিয়ে তুলছে। সহনশীলতা ও মানবিক আচরণের পরিবর্তে হাতে আইন তুলে নেয়ার প্রবণতা খুবই উদ্বেগজনক। সমাজ বিজ্ঞানীদের মতে, আইনের শাসন না থাকলে অপরাধ প্রবণতা বেড়ে যায়। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। ২৯ অক্টোবর রোববার রাত পৌণে ১২টার দিকে রাজশাহীর লক্ষ্মীপুরে চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে ডা. গোলাম কাজেম আলী (৪২) এবং একই দিন রাত ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় হোমিও চিকিৎসক এরশাদ আলী দুলালকে (৪৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ সকল ঘটনা প্রমাণ করে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। আমি এই নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।
আমি মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা বিধান এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাজশাহীতে নিহত দু’জন চিকিৎসকের রূহের মাগফিরাত কামনা করছি ও তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com