বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং আন্তর্জাতিক আইনি সহয়তা ও মানবাধিকার সংগঠন গুয়ের্নিকা-৩৭ চেম্বারের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ৬ নভেম্বর এক বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী টবি ক্যাডম্যান। গুয়ের্নিকা-৩৭ চেম্বার্সের যুগ্ম প্রধান ও মানবাধিকার কর্মী টবি ক্যাডম্যান বিবৃতিতে মতিউর রহমান আকন্দকে নিজের সহকর্মী উল্লেখ্য করে বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলন করেছে। মতিউর রহমান আকন্দ এবং তিনি একটি আইনজীবী টিমের সাথে গণতান্ত্রিক আন্দোলনরত স্বৈরাচারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বৈধ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আইনি সহয়তা দান করেছেন। মতিউর রহমান গ্রেফতার বাংলাদেশ সরকারের স্বৈরশাসনের একটি দৃষ্টান্ত। জনগণের রাজনৈতিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকার মতিউর রহমান আকন্দকে গ্রেফতার করেছে।
বিবৃতিতে তিনি আরো উল্লেখ্য করেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার বাংলাদেশ জাাময়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তাদের রাজনৈতিক কর্মকান্ডে বাধার সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করার ঘটনা বিশ্বের গণতন্ত্রের ইতিহাসের একটি কলংকজনক ঘটনা। এই ঘটনা বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষূূন্ন করেছে।
তিনি আরো বলেছেন,দুর্বলের পক্ষে দাঁড়ানো এবং আইনি সহয়তা দেয়া একজন আইনজীবীর মহান দায়িত্ব। মতিউর রহমান আকন্দ সেই দায়িত্ব পালন এবং মানবাধিকার রক্ষা ও গণতন্ত্রের পক্ষে কাজ করতে গিয়েই সরকারের রোষের শিকার হয়েছেন। বিশ্ববাসী অবগত আওয়ামী লীগ সরকার ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে অব্যাহতভাবে রাষ্ট্রশক্তিকে অবৈধভাবে ব্যবহার করে খুন,গুম হত্যাসহ মানবাতাবিরোধী অপরাধ করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে বাধার সৃষ্টি করেছে।
তিনি উল্লেখ করেছেন,স্বাধীন বিচার বিভাগ গণতন্ত্রের চালিকা শক্তি। আসন্ন ২০২৪ সালের নির্বাচনকে অব্যাহত ও সুষ্ঠুভাবে করার লক্ষ্যে সকল ষড়যন্ত্র রুখে দিতে তিনি বাংলাদেশের সচেতন নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আশা করেন, বাংলাদেশে মানুষ গণতন্ত্র ও মানবাতাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংগ্রাম করছেন, তা সফল হবে। গণতন্ত্র ও ফৌজদারি বিচার ব্যবস্থা ন্যায়ের আলোর ঝলকনিতে শিগগিরই উদ্ভাসিত হবে। -প্রেসবিজ্ঞপ্তি