মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

দেশের ২ কোটি মানুষ আজ ঘর ছাড়া

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

অবরোধ সমর্থনে সুপ্রিম কোর্টে অবস্থান কর্মসূচিতে আইনজীবীরা
সারা দেশে চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও সমমনা আইনজীবীরা। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে মিছিল ও সমাবেশ হয়। তারা গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও অবিলম্বে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান। কর্মসূচিতে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এই দানব সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর মিথ্যা মামলা, গায়েবি মামলার কারণে আজ দেশের ২ কোটি মানুষ ঘর ছাড়া। তারা মাঠে, বনে জঙ্গলে রাত্রি যাপন করছেন। এই সরকার আজ পুরো বাংলাদেশকেই কারাগার বানিয়ে ফেলছেন।
ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সমন্বয়ক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিটের কো-কনভেনর মোহাম্মদ আলী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com