ফিলিস্তিনের গাজা উপত্যাকায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরাইলকে মার্কিন সহায়তা বন্ধ করার দাবিতে যুক্তরাষ্ট্রের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৪ নভেম্বর) দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট জো বাইডের উদ্দেশে বলতে থাকেন, ‘বাইডেন, বাইডেন, আপনি লুকাতে পারবেন না; আমরা আপনাকে গণহত্যার অভিযুক্ত করব।’
সমাবেশে অংশ নেয়া নাদা বলেন, ‘যুদ্ধ বন্ধ কোরো। বোমানিক্ষেপ বন্ধ কোরো। গাজায় গণহত্যা বন্ধ কোরো। এটিই সবার প্রতি আমাদের প্রথম বার্তা। আমি আশা করব, সরকার আমাদের কথা শুনবে। আমি আশা করব, গাজা, ফিলিস্তিনে থাকা আমাদের মানুষগুলো জানবে যে তারা একা নন, আমরাও তাদের সাথে রয়েছি।’ ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় নিজ বাড়ি উচ্ছেদ হওয়া সিহাম আলফ্রেড অংশ নেন এ মিছিলে। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের জন্য লজ্জা। তারা বর্ণবাদী। তারা বিশ্বাস করে না যে ফিলিস্তিনিরা ইসরাইলিদের সমান। আমি বাইডেনকে কখনো ভোট দেব না। সে কাপুরুষ ও অপরাধী।’ ফ্লেরিডা থেকে ওয়াশিংটন ডিসির সমাবেশে অংশ নেয়া হুদা আল-কুরদি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘৭০ বছর পর্যন্ত ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা অর্জন করতে পারেনি। আমাদের কথা শোনার এখনই সময়। এ অন্যায়ের কথা আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরছি।’ এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড সার্কাস ও পিকাডিলি সার্কাসে বিশাল বিশাল সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিদের পক্ষে প্ল্যাকার্ড হাতে এ বিক্ষোভে অংশ নেন অর্ধলক্ষাধিক মানুষ। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ফিলিস্তিনের স্বাধীনতা চাই, এখনই যুদ্ধবিরতি, আমরা সবাই ফিলিস্তিনিসহ নানা ধরনের স্লোগান। সূত্র : আলজাজিরা