বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে সংলাপ ও সমঝোতা অপরিহার্য

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

সুজনের ২১তম প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভায় বক্তারা
বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সকল দলের অংশগ্রহণে একটি অর্থবহ নির্বাচন করতে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতা অপরিহার্য বলে বক্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র আলোচনা সভায় বক্তব্যরা। গত ১২ নভেম্বর-২৩ রবিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ,সমঝোতা ও সম্প্রীতি চাই,সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই”শীর্ষক আলোচনায় সভায় বক্তারা এ কথা বলেছেন।
এতে প্রধান অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার। আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক জুবাইরুল হক ভূঁইয়া নাহিদ,ঢাকা বিভাগীয় সমন্নয়ক তৌফিক জিল্লুর রহমান, ঢাকা জেলা সাধারণ সম্পাদক মাহবুল হক ও পল্লবী থানা সাধারণ সম্পাদক ইয়াকুব বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার বলেন বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সকল দলের অংশগ্রহণে একটি অর্থবহ নির্বাচন করতে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ, সমঝোতা ও সম্প্রীতি চায় সুজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা সুজনের সহ-সভাপতি ড. এম,এ আউয়াল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com