ওয়ার্ল্ড ভিশন এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ এর মাধ্যমে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিষ্টেমস ফর ইমপ্রুভ নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের চার দিনব্যপী মৌলিক ওরিয়েন্টেশন হয়েছে। ১২ নভেম্বর থেকে শুরু করে ১৫ নভেম্বর পর্যন্ত ইসলামপুর উপজেলা বিআরডিবি হলরুমে এবং দেওয়ানগঞ্জে সংস্থার সিডস প্রকল্পের হলরুমে এই ওরিয়েন্টেশনে ৩৬ জন কমিউনিটি ফ্যাসিলিটেটর এবং জেসমিন প্রকল্পের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বুধবার ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম এবং দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদুল হাসান প্রিন্স ওরিয়েন্টেশনের উপস্থিত হয়ে মুল্যবান ও তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ষ্টিফেন অসীম রঞ্জন চ্যাটার্জী জেসমিন প্রকল্পের উপর গুরুত্বপুর্ন আলোচনা করেন। জেসমিন প্রকল্পের ভ্যালুচেইন স্পেশালিষ্ট খন্দকার রুহুল আমীন, এগ্রিকালচার স্পেশালিষ্ট ডঃ পরিমল সরকার, জেন্ডার স্পেশালিষ্ট অনুসুয়া ভট্টাচার্য্য, ফাইন্যান্স ম্যানেজার জেমস হীরক অধিকারী, এম এন্ড ই ম্যানেজার মোঃ মোফাখারুল ইসলাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এবং উন্নয়ন সংঘের জেসমিন প্রকল্পের ইসলামপুর উপজেলার সাবডিষ্ট্রিক্ট কো অর্ডিনেটর বিজন কুমার দেব এবং দেওয়ানগঞ্জ উপজেলা সমন্বয়কারী শরিফ উদ্দিন ওরিয়েন্টেশন পরিচালনায় সর্বাত্মক সহায়তা করেন।