বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

ভারতকে থামানো কঠিন হবে: সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপের পুরোটা আসর জুড়েই একপেশে খেলে অপরাজিত থেকেই ফাইনালে চলে গেছে ভারত। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ক্রিকেপ্রেমীদের ধারণা, ফাইনালে একমাত্র অস্ট্রেলিয়াই ভারতকে থামাতে পারবে। তবে ফাইনালে ভারতকে রুখে দেওয়া খুবই কঠিন হবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে দেওয়া এক বক্তব্যে গাঙ্গুলি বলেন, ‘এই মুহূর্তে ভারতকে দুর্দান্ত মনে হচ্ছে। আহমেদাবাদের ম্যাচের জন্য আমি তাদেরকে শুভকামনা জানাই। টুর্নামেন্টে ভারত খুবই ভালো খেলেছে। বিশ্বকাপ শিরোপা জিততে এখন তাদের সামনে কেবল অস্ট্রেলিয়া। এই পর্যন্ত ভারত যেভাবে খেলেছে, সেভাবে খেলতে পারলে তাদেরকে থামানো কঠিন হবে। এটি একটি ভালো ম্যাচ হতে যাচ্ছে; যেহেতু অস্ট্রেলিয়া ভালো দল।’ এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠে যায় স্বাগতিক ভারত। অপরদিকে চোকার নামে খ্যাতি পাওয়া দক্ষিণ আফ্রিকা গতকালও সেমিফাইনালের আসর থেকে বাদ পড়েছে। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে প্রোটিয়ারা। এর আগেও তিনবার২০১৫, ১৯৯৯ ও ১৯৯২ সালে সেমি থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা।
আগামী ১৯ নভেম্বর (রোববার) আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার মুুখোমুখি হবে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল আড়াইটায়। ম্যাচটি দেখার জন্য মুখিয়ে আছে পুরো ক্রিকেটবিশ্ব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com