হাটহাজারীর অদুদিয়া মাদরাসা ও হাটহাজারী পার্ব্বতী স্কুল প্রাঙ্গণে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর চাল কিনতে এসে লোকজন সামাজিক দূরত্ব বজায় না রাখায় চাল বিক্রি কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ভিড় এড়াতে এখন থেকে নির্দিষ্ট জায়গায় ওএমএসের চাল বিক্রি না করে পাড়ায় পাড়ায় গিয়ে এসব চাল বিক্রি করতে খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অদুদিয়া মাদরাসা ও হাটহাজারী পার্ব্বতী স্কুল প্রাঙ্গণে কেজি প্রতি ১০ টাকায় চাল বিক্রির খবরে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকেই লোকজন দুই স্থানে চাল কিনতে আসেন।
এদিকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এমন গুজবে সেখানে ভিড় করেন এলাকার দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষেরা। ফলে ভিড় সামলাতে হিমশিম খান খাদ্য অধিদফতরের লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন চাল বিক্রি বন্ধ করে দিয়ে সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় তিনি সামাজিক দূরত্ব বজায় না রেখে ভিড় করা লোকজনকে বাসায় ফেরত পাঠান।
ই-খ/খবরপত্র