মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা কে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মোঃ লুৎফর রহমান কে বরণ করা হয়েছে। গতকাল ১১ ডিসেম্বর সোমবার দুপুরে মেলান্দহ উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের দুতলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। মেলান্দহ উপজেলা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদপুর ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার সেলিম মিঞা, নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মোঃ লুৎফর রহমান। উপস্থিত ছিলেন জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝাউগড়া ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব আন্জু মনোয়ারা হেনা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ উপজেলা প্রকৌশলী সুবাশীষ রায়, উপজেলা শিক্ষা একাডেমি সুপার ভাইজার আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী ও আগত অতিথিদের ফুলেল তোড়া ও ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।