মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
আমাদের স্বপ্নের বাংলাদেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে: তারেক রহমান ইইউ’র প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইসরাইলের ‘পূর্ণ স্বাধীনতা’ ছাড়া লেবাননে যুদ্ধবিরতি নয় : গ্যান্টজ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় অগ্নিসংযোগ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু ইন্তেকাল করেছে যশোরের সন্যাসগাছা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা মেজর (অব.) জলিলের মৃত্যু বার্ষিকী আজ চট করে নির্বাচন হলে আন্দোলনের লক্ষ্য অর্জন হবে না; টিআইবি

মিসওয়াকের উপকারিতা

মুফতি মুহম্মদ রফিকুল ইসলাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

শব্দটি সিওয়াক শব্দমূল থেকে নিষ্পন্ন। এর আভিধানিক অর্থ হলো- ঘষা-মাজা বা মর্দন করা। এর বাংলা প্রতিশব্দ হলো দাঁতন। ইসলামী পরিভাষায়- দাঁত থেকে হলুদ বর্ণ বা এ জাতীয় ময়লা দূর করার জন্য কাঠ বা গাছের ডাল ব্যবহার করাকে মিসওয়াক বলা হয়। মিসওয়াক করা মহানবী সা:-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এতে রয়েছে ইহলৌকিক ও পারলৌকিক অনেক ফায়দা। আল্লামা ইবনে আবেদিন বলেছেন মিসওয়াকে রয়েছে ৭০টির ঊর্ধ্বে উপকারিতা। প্রত্যেকটি হাদিসের কিতাবে মিসওয়াকের কথা গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে।
মিসওয়াক করার সময় : মিসওয়াক করার সময় ৯টি। যথা- ১. সালাতের সময়; ২. কুরআন মাজিদ তিলাওয়াতের সময়; ৩. অজু করার সময়; ৪. ঘুম থেকে জাগ্রত হলে; ৫. ঘুমানোর আগে; ৬. মুখ দুর্গন্ধযুক্ত হলে; ৭. দীর্ঘ সময় কথা বলার পর; ৮. পানাহারের পর ও ৯. দুর্গন্ধযুুক্ত খাদ্য খাওয়ার পর। অজুু ও সালাতের সময় মিসওয়াক করা সুন্নত। অন্যান্য সময় মিসওয়াক করা মুস্তাহাব।
মিসওয়াক প্রসঙ্গে দলিল : মিসওয়াক করা আল্লাহ তায়ালার কাছে অত্যন্ত পছন্দনীয় কাজ। মহানবী সা: থেকে মিসওয়াক প্রসঙ্গে ৪০টি হাদিস বর্ণিত আছে। তিনি বলেছেন, যখনই হজরত জিবরাইল আ: আমার কাছে আসতেন, তখনই আমাকে মিসওয়াকের নির্দেশ দিতেন। এতে আমি আশঙ্কা বোধ করলাম যে, (মিসওয়াক করে) আমি আমার মুখের সম্মুখ দিক ক্ষয় করে দেবো।’ (আহমাদ-২২২৬৯, মিসকাত-৩৫৫) উম্মুল মু’মিনিন হজরত আয়েশা রা: বলেন, মহানবী সা: মিসওয়াক করতেন। অতঃপর মিসওয়াকটি ধৌত করার জন্য আমাকে দিতেন। আমি (ধৌত করার আগে) প্রথমে তা দিয়ে নিজে মিসওয়াক করতাম। তারপর তা ধৌত করতাম। (আবু দাউদ, মিশকাত-৩৫৩) হজরত আয়েশা রা: আরো বলেন, মহানবী সা: রাতে বা দিনে যখনই ঘুম থেকে উঠতেন তখনই অজু করার আগে মিসওয়াক করতেন। (আহামদ, আবু দাউদ, মিসকাত-৩৫২) মহানবী সা: বলেছেন, ‘নবী-রাসূলদের সুন্নাত হলো চারটি। যথা-১. লজ্জা করা, অন্য বর্ণনায় খতনা করা; ২. সুগন্ধী ব্যবহার করা; ৩. মিসওয়াক করা; ৪. বিয়ে করা।’ (তিরমিজি, মিশকাত-৩৫১) মহানবী সা: আরো বলেছেন, ‘মিসওয়াক হলো মুখ পরিষ্কার করার উপকরণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়।’ (আহমাদ, নাসায়ি, মিসকাত-৩৫০) রাসূলুল্লাহ সা: অন্যত্র বলেছেন, ‘যদি আমি আমার উম্মতের ওপর কষ্টকর মনে না করতাম, তবে অবশ্যই প্রত্যেক সালাতের আগে মিসওয়াক করার আদেশ দিতাম।’ (বুখারি-৮৮৭, মুসলিম-২৫২, মিশকাত-৩৪৬) হজরত হুজাইফা রা: বলেন, মহানবী সা: যখন রাতে তাহাজ্জুদ সালাত পড়ার জন্য উঠতেন, তখন মিসওয়াক দ্বারা প্রথমে নিজের মুখ পরিষ্কার করতেন।’ (বুখারি, মুসলিম, মিশকাত-৩৪৮) রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘১০টি কাজ দ্বীনি স্বভাবের অন্তর্ভুক্ত- ১. গোঁফ ছোট করা; ২. দাড়ি বড় করা; ৩. মিসওয়াক করা; ৪. পানি দিয়ে নাক সাফ করা; ৫. নখ কাটা; ৬. আঙুল খেলাল করা; ৭. বগলের চুল উপড়ে ফেলা; ৮. গুপ্তস্থানের চুল কাটা; ৯. পানি দিয়ে ইস্তেঞ্জা করা, ১০. কুলি করা। (মিশকাত-৩৪৯)

যে জিনিস দিয়ে মিসওয়াক করা উত্তম : তিক্ত, কাঁচা ও নরম গাছের ডাল দিয়ে মিসওয়াক করা উত্তম। মহানবী সা: জাইতুন ও খেজুরগাছের ডাল দিয়ে মিসওয়াক করতেন। পিলুগাছের মিসওয়াক ব্যবহারে মস্তিষ্ক সতেজ হয়। দাঁতের ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব পূরণ করে। ব্রাশ ব্যবহারে মুখ পরিষ্কার হয়, দুর্গন্ধ দূর হয় ও সুন্নত আদায় হয়। কিন্তু ডাল ব্যবহারে যে ফায়দা তা পাওয়া যায় না।
মিসওয়াক কেমন হওয়া উচিত : মিসওয়াক নিজ হাতের আঙুলের মতো মোটা এবং এক বিঘত পরিমাণ লম্বা হওয়া উচিত। এতে মিসওয়াক করতে সুবিধা হয়।
মিসওয়াক করার পদ্ধতি : মিসওয়াক করার সুন্নত পদ্ধতি হলো মুখের ডান দিক থেকে শুরু করা এবং উপর থেকে নিচে মিসওয়াক করা। আড়াআড়িভাবে না করা। দাঁতের ভেতর ও বাইরেসহ জিহ্বার গোড়া পর্যন্ত মিসওয়াক করা। মিসওয়াক করার সময় ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি মিসওয়াকের নিচে থাকবে। মধ্যমা ও তর্জনী আঙ্গুলি উপরে এবং বৃদ্ধাঙ্গুলি নিচে থাকবে। লেখক : প্রধান ফকিহ, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com